কারখানার ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন হবে, উদ্যোগ নিল Tata Motors

৭ মেগাওয়াটের সোলার রুফটপ প্রকল্পের জন্য হাত মেলাল টাটা গোষ্ঠীর দুই শাখা টাটা মোটরস (Tata Motors) ও টাটা পাওয়ার (Tata...
techgup 23 May 2022 5:11 PM IST

৭ মেগাওয়াটের সোলার রুফটপ প্রকল্পের জন্য হাত মেলাল টাটা গোষ্ঠীর দুই শাখা টাটা মোটরস (Tata Motors) ও টাটা পাওয়ার (Tata Power)। টাটা পাওয়ার-এর সহযোগিতায় টাটা মোটরস তাদের পুণের কারখানার ছাদকে কাজে লাগিয়ে ৮.৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সৌর প্যানেল লাগাতে চলেছে। দূষণহীন প্রক্রিয়ায শক্তি উৎপাদনে এই পদক্ষেপ।

প্রসঙ্গত, টাটা মোটরস ও টাটা পাওয়ার-এর যৌথ ১৭ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের তৃতীয় পর্যায় এটি। ইতিমধ্যেই ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সৌর প্যানেল টাটা মোটরস-এর ব্যক্তিগত গাড়ি নির্মাণের কারখানার ছাদে বসানো হয়েছে।

২০২১-২২ অর্থবর্ষে টাটা মোটরস ৯২.৩৯ মিলিয়ন কিলোওয়াট পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন করেছে। যা সংস্থা কর্তৃক ব্যবহৃত বিদ্যুতের ১৯.৪ শতাংশ। তবে ২০৩০-এর মধ্যে সম্পুর্ণরূপে দূষণমুক্ত পরিবেশবান্ধব পদ্ধতিতে শক্তি উৎপাদন এবং তা ব্যবহারের লক্ষ্য রাখছে টাটা মোটরস।

টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকল লিমিটেডের অপারেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাজেশ খেত্রী বলেন, বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমানোর লক্ষ্যে কার্বন নিঃসরণ শূন্যতে আনার লক্ষ্য বা নিট জিরো এমিশন গোল অর্জনে কাজ করছে টাটা মোটরস। নতুন ৭ মেগাওয়াট ক্ষমতার অতিরিক্ত রুফটপ সোলার প্ল্যান্ট তৈরির ফলে আমরা ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য শক্তির দিকে এগিয়ে চলেছি।"

Show Full Article
Next Story