Tata Motors এর কাছ থেকে 1180টি ইলেকট্রিক বাস কিনবে পশ্চিমবঙ্গ সরকার, চুক্তি সম্পন্ন হল

পরিবেশ দূষণের রাশ টানতে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নানা সিদ্ধান্তে। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের মুখে ইলেকট্রিক বাসের সংখ্যা বাড়ানোর কথা বলতে শোনা গেলেও,…

পরিবেশ দূষণের রাশ টানতে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নানা সিদ্ধান্তে। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের মুখে ইলেকট্রিক বাসের সংখ্যা বাড়ানোর কথা বলতে শোনা গেলেও, এবারে তা পর্যবসিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দপ্তরের বা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)-এর তরফে ১,১৮০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস রাস্তায় নামানো হবে। সেগুলি দেশের বৃহত্তম বাণিজ্যিক গাড়ি নির্মাতা টাটা মোটরস (Tata Motors)-এর থেকে কেনা হবে বলে কেন্দ্রীয় সংস্থা কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড বা সিইএসএল (CESL) বুধবার জানিয়েছে।  রাজ্য পরিবহণ দপ্তরের দাবি, ২০২৩-এর মার্চের মধ্যে প্রথম দফায় ইলেকট্রিক বাসগুলি রাস্তায় নামানো হবে।

সূত্রের খবর, যাত্রী পরিষেবায় মোট চারটে ক্যাটাগরির ইলেকট্রিক বাস চালাবে রাজ্য। যেগুলি হল – ১২-মিটার লো-ফ্লোর এসি, ১২-মিটার স্ট্যান্ডার্ড ফ্লোর নন-এসি, ৯-মিটার স্ট্যান্ডার্ড ফ্লোর এসি এবং ৯-মিটার স্ট্যান্ডার্ড ফ্লোর নন-এসি। ২০২৩-এর মধ্যে সবকটি বৈদ্যুতিক বাস ডেলিভারি দেবে টাটা।  যেগুলির নকশা এবং নির্মাণ করবে খোদ টাটা। পাশাপাশি রাজ্যজুড়ে বাসগুলির নির্ঝঞ্ঝাটে চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যায় চার্জিং স্টেশন নির্মাণ করবে বলে জানিয়েছে টাটা।

গোটা রাজ্যে বাসগুলি পরিচালনা করবে সিইএসএল। রাজ্যের হয়ে চুক্তি স্বাক্ষর করেছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি বিনোদ কুমার এবং সিইএসএল-এর ম্যানেজিং ডিরেক্টর মহুয়া আচার্য। সেখান থেকে ফিরহাদ হাকিম বলেন, “আমরা এ বছরের শেষ থেকে বাসগুলি রাস্তায় নামাতে পারব বলে আশা করছি।”

প্রসঙ্গত, এটি সিইএসএল-এর গ্র্যান্ড চ্যালেঞ্জ উদ্যোগের একটি অংশবিশেষ। যার আওতায় কেন্দ্রীয় সংস্থাটি কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, সুরাট – এই পাঁচটি মেট্রো শহরে মোট ৫,৪৫০টি বৈদ্যুতিক বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হালে একাধিক রাজ্য বেশি .রে ইলেকট্রিক বাস চালানোর প্রস্তুতি নিতে শুরু করেছে। যেমন কিছুদিন আগে তেলেঙ্গানা সরকার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০০টি ইলেকট্রিক বাস নামাতে চলেছে বলে ঘোষণা করেছে। সেগুলি তাদের সরবরাহ করবে Olectra Greentech। আগামী ২০ মাসের মধ্যে বাসগুলি তেলেঙ্গানা সরকারকে ডেলিভারি দেওয়া হবে।