2022 Tata Nexon EV: একচার্জে দৌড়বে 400 কিমি, দেশের জনপ্রিয়তম বৈদ্যুতিক গাড়ির নতুন ভার্সন লঞ্চ হবে এই তারিখে

গতকাল টাটা মোটরস (Tata Motors) নজরকাড়া ডিজাইনের ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট মডেল Tata Avinya-র ঝলক দেখিয়েছে। এর ২৪ ঘন্টা...
SUMAN 30 April 2022 3:51 PM IST

গতকাল টাটা মোটরস (Tata Motors) নজরকাড়া ডিজাইনের ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট মডেল Tata Avinya-র ঝলক দেখিয়েছে। এর ২৪ ঘন্টা না পেরোতেই ফের নতুন ঘোষণা এলো সংস্থার তরফে। দীর্ঘদিন ধরেই Tata Nexon EV আরও বড় ব্যাটারি সহ হাজির হওয়া নিয়ে জোরদার জল্পনা চলছিল। ইলেকট্রিক এসইউভি গাড়িটির একাধিকবার টেস্টিংয়ের ছবিও ফাঁস হয়েছে। যা গাড়িটির শীঘ্রই লঞ্চের বিষয়টি উস্কে দিয়েছিল। সংস্থার গ্রাহকদের ব্যাকুলতা লাঘব করে 2022 Nexon EV আগামী ১১ মে দেশে আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে।

বোঝাই যাচ্ছে ২০২২ টাটা নেক্সন ইভি-এর স্থান বাজার চলতি নেক্সন ইভি’র উপরে হবে। অধিক রেঞ্জ এবং শক্তিশালী হয়ে আসবে গাড়িটি। তবে বর্তমানে বাজারে উপলব্ধ ব্যাটারি চালিত নেক্সনের উৎপাদন বন্ধ করা হবে না বলে গ্রাহকদের আশ্বস্ত করেছে টাটা। যাতে রয়েছে একটি ৩০.২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক। এর রেঞ্জ ARAI ৩১২ কিমি বলে দাবি করা হয়েছে।

এদিকে নতুন মডেলটি সম্পূর্ণ চার্জে ৩৮০-৪০০ কিমি পথ চলতে পারবে বলে আশা করা হচ্ছে। বড় ব্যাটারি ছাড়াও নয়া মডেলে থাকছে বেশকিছু নতুনত্ব ফিচার। যেমন একটি অ্যাডজাস্টেবল রি-জেন এবং নন-অ্যাডজাস্টেবল রি-জেনারেটিভ ব্রেকিং সহ আসতে চলেছে। সংস্থাটি জানিয়েছে ইলেকট্রনিক্স স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), ক্রুজ কন্ট্রোল এবং পার্ক মোডের মতো উচ্চমানের ফিচার দেওয়া হবে এতে।

আগের চাইতে আরও বেশি শক্তি, ঠাসা ফিচার ও বেশি রেঞ্জের কারণে 2022 Tata Nexon EV যে বাজার কাঁপাবে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। বর্তমান টাটা নেক্সন ইভি’র দাম ১৪.৫১-১৭.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এদিকে আসন্ন মডেলটির মূল্য খানিকটা বেশি, যা ১৬.৫০ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Show Full Article
Next Story