Tata Nexon EV Max নামে আসছে টাটার সবচেয়ে শক্তিশালী ইলেকট্রিক গাড়ি, পরশুদিন লঞ্চ

দেশের চারচাকা বৈদ্যুতিক যাত্রী গাড়ির বাজারে দাপটের সঙ্গে রাজ করে আসছে Tata Nexon EV। দেশের সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয়তম এই ইলেকট্রিক গাড়ির আপডেটেড ভার্সন নিয়ে…

দেশের চারচাকা বৈদ্যুতিক যাত্রী গাড়ির বাজারে দাপটের সঙ্গে রাজ করে আসছে Tata Nexon EV। দেশের সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয়তম এই ইলেকট্রিক গাড়ির আপডেটেড ভার্সন নিয়ে আসছে টাটা। যা পরশুদিন অর্থাৎ ১১ মে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবার টিজারের মাধ্যমে নতুন ভার্সনের নাম কী হবে, তা প্রকাশ করল টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। আপডেটেড মডেলের নামকরণ করা হয়েছে Tata Nexon EV Max‌। কয়েকটি ডিলারশিপে গাড়িটির আগাম বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে।

কী কী ফিচার্স থাকছে এতে

এতক্ষণে এই বিষয়টি সকলের কাছেই স্পষ্ট যে, বাজার চলতি Nexon EV-র চাইতে Nexon EV Max অধিক ক্ষমতাশালী হয়ে আসবে। বড় ব্যাটারি থাকার জন্য যেমন বেশি রেঞ্জ মিলবে, অন্যদিকে ইলেকট্রিক মোটরের থেকে অধিক আউটপুট দেবে গাড়িটি। একটি ৪০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সম্পূর্ণ চার্জে ৪০০ কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ দেবে বলে দাবি সংস্থার। অন্যদিকে বাজারচলতি মডেলে একটি ৩০.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক উপলব্ধ, যা থেকে ৩১২ কিমি রেঞ্জ পাওয়া যায়। তবে বাস্তবে আরও কম রেঞ্জ (প্রায় ২০০ কিমি) মেলে।

এদিকে বিশেষজ্ঞদের দাবি আসন্ন Tata Nexon EV Max ফুল চার্জ থাকলে বাস্তবে ২৮০-৩০০ কিমি পথ অতিক্রম করতে পারবে। মনে করা হচ্ছে, বড় ব্যাটারি উপলব্ধ থাকার কারণে ম্যাক্স মডেলটির তলদেশের নকশা চিত্রে পরিবর্তন ঘটাতে হয়েছে। আবার বুট স্পেস আগের তুলনায় এতে কম মিলতে পারে। অন্যদিকে ইলেকট্রিক মোটরের আরও বেশি আউটপুট উৎপাদনের ক্ষমতা থাকতে পারে।

টাটা নেক্সন ইভি ম্যাক্স আগের তুলনায় অধিক শক্তিশালী ৬.৬ কিলোওয়াট এসি চার্জার সহ হাজির হতে পারে। বর্তমানে বাজারের মডেলটিতে ৩.৩ কিলোওয়াট এসি চার্জার উপলব্ধ রয়েছে। এই চার্জার দিয়ে বাড়িতে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ১০ ঘন্টা। তবে বিকল্প হিসেবে অতিরিক্ত দাম দিয়ে ৬.৬ কিলোওয়াট এসি চার্জার বেছে নেওয়া যায়।

টাটা নেক্সন ইভি ম্যাক্সের ফিচার এর তালিকা দেখা মিলতে পারে রিজেনারেটিভ ব্রেকিং, বেশি রেঞ্জ, ক্রুজ কন্ট্রোল, ভেন্টিলেটেড সিট, একটি পার্কিং মোড, একটি এয়ার পিউরিফায়ার, ইলেকট্রনিক্স স্টেবিলিটি কন্ট্রোল, রিয়ার ডিস্ক ব্রেক সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য। এদিকে বাজারে উপলব্ধ টাটা নেক্সন ইভি’র দাম ১৪.৫৪-১৭.১৫ লক্ষ টাকা। তবে ম্যাক্স মডেলের মূল্য ৩-৪ টাকা বাড়িয়ে ২০ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে।