Nexon থেকে Tiago, বেশ কয়েকটি গাড়ির দাম বাড়াল Tata Motors

উৎসবের সময়ে দেশের প্রায় সমস্ত অটোমোবাইল সংস্থাগুলিই নিজেদের হরেক মডেলের উপর বড়সড় ছাড়ের ঘোষণা করেছিল। দেশে উৎসবের মরসুম শেষ হওয়ার সাথেই সেই পাঠও চুকেছে। ছাড়ের…

উৎসবের সময়ে দেশের প্রায় সমস্ত অটোমোবাইল সংস্থাগুলিই নিজেদের হরেক মডেলের উপর বড়সড় ছাড়ের ঘোষণা করেছিল। দেশে উৎসবের মরসুম শেষ হওয়ার সাথেই সেই পাঠও চুকেছে। ছাড়ের বদলে নিজেদের কয়েকটি নির্দিষ্ট মডেলের গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করল Tata Motors। সংস্থাটি ৩,০০০ থেকে ১১,৫০০ টাকা দাম বাড়িয়েছে কয়েকটি মডেলের। আসুন জেনে নেওয়া যাক Tata-র কোন গাড়ির দাম কত বাড়ানো হয়েছে।

Tata Tiago ও Tigor

টাটা টিয়াগো হ্যাচব্যাক মডেলের সমস্ত ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন ভ্যারিয়েন্টের (এক্সই ট্রিম বাদে) দাম ৩,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। সাথে সদ্য লঞ্চ হওয়া টিয়াগো এনআরজি-র দামও ৩,০০০ টাকা বাড়িয়েছে টাটা। একই সাথে Tata Tigor-এর সব মডেলের দাম ৩,০০০ টাকা বাড়ানো হয়েছে।

Tata Altroz

প্রিমিয়াম হ্যাচব্যাক টাটা অ্যাল্ট্রুজ গাড়িটি তিনটি ইঞ্জিনের বিকল্পে উপলব্ধ – ১.২ লিটার পেট্রোল, ১.২ লিটার পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল। পেট্রোল ইঞ্জিনের ভ্যারিয়েন্টগুলির মূল্য ১,৫০০-৫,৫০০ টাকা বাড়ানো হয়েছে। আবার ডিজেল ইঞ্জিন ট্রিমের দাম বেড়েছে ৪০০-৫,০০০ টাকা। অন্যদিকে টার্বো পেট্রোল ট্রিমের দাম সর্বাধিক ২,৫০০-৮,৫০০ টাকা বাড়িয়েছে টাটা। তবে সদ্য লঞ্চ হওয়া এর XE+ ভ্যারিয়েন্টের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ ৬.৩৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Tata Nexon

টাটা নেক্সন-এর পেট্রোল এবং ডিজেলের মডেলগুলির দাম সর্বাধিক ১১,৫০০ টাকা বাড়ানোর কথা জানিয়েছে সংস্থাটি। তথাপি এর টপ-স্পেসিফিকেশন মডেল, এক্সজেড প্লাস ও এক্সজেডএ প্লাস মডেল দুটির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। সাথে Tata Safari, Punch ও Nexon EV-র মূল্যও বাড়ায়নি টাটা।