সেকেন্ডে ডাউনলোড হবে সিনেমা, Jio-র তুলনায় সস্তায় 1Gbps প্ল্যান অফার করছে Tata Play Fiber
পরিষেবাগত মানের বিচারে এগিয়ে থাকা হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যান খুঁজছেন? তবে আর চিন্তা নেই, আমাদের এই প্রতিবেদন আপনার...পরিষেবাগত মানের বিচারে এগিয়ে থাকা হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যান খুঁজছেন? তবে আর চিন্তা নেই, আমাদের এই প্রতিবেদন আপনার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, কেননা এখানে আমরা ১ গিগাবাইট প্রতি সেকেন্ড (Gbps) গতিতে ইন্টারনেট ব্যবহারের পক্ষে অনুকূল এই মুহূর্তের সবচেয়ে সেরা ব্রডব্যান্ড প্ল্যানের কথা আলোচনা করবো।
বর্তমানে ১ জিবিপিএস (Gbps) গতিতে ইন্টারনেট ব্যবহার করতে হলে আগ্রহীরা Reliance Jio'র JioFiber কানেকশন গ্রহণ করতে পারেন। JioFiber -এর বেশ কিছু রিচার্জ প্ল্যান ১ জিবিপিএস পর্যন্ত গতি প্রদান করে থাকে। আবার এক্ষেত্রে Tata Play ব্রডব্যান্ড পরিষেবাও বহু ইউজারের পক্ষে লাভজনক হতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, JioFiber প্ল্যানের তুলনায় ১ জিবিপিএস গতি প্রদানকারী Tata Play প্ল্যানের মূল্য তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে উচ্চ গতি ছাড়াও উপরোক্ত দুই ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ১ জিবিপিএস প্ল্যানের সঙ্গে গ্রাহকেরা যে সমস্ত অফারের লাভ ওঠাতে পারবেন সেগুলি নিচে উল্লেখ করা হলো।
Tata Play Fiber ১ জিবিপিএস প্ল্যান
এক্ষেত্রে আগ্রহীরা প্রাথমিকভাবে ৩,৬০০ টাকা মূল্যের টাটা প্লে ফাইবার প্ল্যান বেছে নিতে পারেন, যার ভ্যালিডিটি পুরো ৩০ দিন। এই প্ল্যান ১ জিবিপিএস হাই-স্পিডে ৩,৩০০ জিবি বা ৩.৩ টিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা খরচের ছাড়পত্র দেবে। ফেয়ার ইউসেজ পলিসি বা FUP সীমা অতিক্রম করলে আলোচ্য প্ল্যানের আওতায় সর্বোচ্চ ৩ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। উল্লেখযোগ্য ব্যাপার হলো, ৩০ দিন ছাড়াও এই টাটা প্লে ফাইবার প্ল্যান ভিন্ন ভিন্ন ভ্যালিডিটিতে উপলব্ধ, যাদের প্রদত্ত সুবিধার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।
যেমন তিন মাসের জন্য উপরের টাটা প্লে ফাইবার প্ল্যান রিচার্জ করতে হলে ১০,৮০০ টাকা খরচ করতে হবে। এছাড়া ছয় মাস এবং এক বছরের জন্য এই প্ল্যান রিচার্জ করতে আগ্রহী হলে যথাক্রমে ১৯,৮০০ এবং ৩৬,০০০ টাকা খরচের প্রয়োজন পড়বে। উল্লেখ্য, শেষোক্ত প্ল্যান দুটি বেছে নিলে গ্রাহকেরা যথাক্রমে ১,৮০০ এবং ৭,২০০ টাকা সাশ্রয় করতে পারবেন।
JioFiber ১ জিবিপিএস প্ল্যান
রিলায়েন্স জিও'র জিওফাইবার সংযোগ ব্যবহারকারীরা ১ জিবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের জন্য ৩,৯৯৯ অথবা ৮,৪৯৯ টাকার প্ল্যান রিচার্জ করার সুযোগ পাবেন। উভয় প্ল্যান পুরো ৩০ দিনের মেয়াদ সহ বাজারে এলেও তারা গ্রাহকদের পৃথক পরিমাণ ডেটা খরচের সুযোগ প্রদান করবে।
৩,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে সমস্ত জিওফাইবার গ্রাহক ৩,৩০০ জিবি বা ৩.৩ টিবি পর্যন্ত ডেটা খরচের ছাড়পত্র পাবেন। অন্যদিকে ৮,৪৯৯ টাকার প্ল্যানের সাথে প্রাপ্ত ডেটা খরচের উর্ধ্বসীমা ৬,৬০০ জিবি বা ৬.৬ টিবি। এছাড়াও আলোচ্য প্ল্যানদ্বয় এক বছরের Amazon Prime Video সহ Netflix, Disney+ Hotstar ও আরো ১৩টি ওটিটি (OTT) প্ল্যাটফর্মের সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন প্রদান করবে যা এর অন্যতম আকর্ষণীয় দিক।