Tata Tigor EV: দেশের সবচেয়ে সস্তা ও অন্যতম বেস্ট-সেলিং বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে ৫টি তথ্য

ইলেকট্রিক গাড়িই ভবিষ্যতের দিশা, যা অস্বীকার করার জো নেই! ক্রমে ভারতীয়দের মধ্যেও এই অকপট সত্যের বীজ বপনের দৃষ্টান্ত নজর করা যাচ্ছে। এখনও অপর্যাপ্ত চার্জিং স্টেশনের…

ইলেকট্রিক গাড়িই ভবিষ্যতের দিশা, যা অস্বীকার করার জো নেই! ক্রমে ভারতীয়দের মধ্যেও এই অকপট সত্যের বীজ বপনের দৃষ্টান্ত নজর করা যাচ্ছে। এখনও অপর্যাপ্ত চার্জিং স্টেশনের পরিকাঠামো সত্ত্বেও বাড়ছে বৈদ্যুতিক যানবাহন খরিদ করার গ্ৰাহকের পরিমাণ। সাথে পাল্লা দিয়ে হরেক মোটরগাড়ি নির্মাতা তাদের ক্ষমতানুযায়ী আধুনিক প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ হরেক মডেলের গাড়ি হাজির করছে বাজারে। এমনই একটি মডেল হল Tata Tigor EV। জনপ্রিয়তার বিচারে ভারতে সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ির তালিকায় তৃতীয় স্থানে থাকা Tigor EV দেশের সবচেয়ে সস্তা বিদ্যুৎচালিত গাড়িও বটে৷ এই প্রতিবেদনে Tata Tigor EV-র পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল৷

টাটা টিগর ইভি ব্যাটারি ও মোটর (Tata Tigor EV Battery And Motor)

টাটা টিগর ইভি একটি ২৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং একটি ইলেকট্রিক মোটরের সাথে এসেছে, যা থেকে ৭৪ বিএইচপি শক্তি এবং ১৭০ এনএম টর্ক পাওয়া যায়। গাড়িটি এক চার্জে ৩০৬ কিমি চলতে পারে বলে দাবি করা হয়েছে। তবে বাস্তবে রেঞ্জ ২২৫ কিমি-র আশেপাশে থাকে। ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে টিগর ইভির ব্যাটারি ১ ঘন্টার মধ্যে ০ থেকে ৮০% চার্জ করা যায়। তবে প্রথাগত ১৫ অ্যাম্পিয়ার এসি চার্জারে চার্জ করতে ৮.৫ ঘন্টার অধিক সময় লাগে। ব্যাটারি এবং মোটরের উপরে ৮ বছর অথবা ১,৬০,০০০ কিমি (যেটা আগে) ওয়ারেন্টি উপলব্ধ।

টাটা টিগর ইভি ডিজাইন (Tata Tigor EV Design)

টিগর পেট্রলের সাথে যাতে পার্থক্য চিহ্নিত করা যায়, তার জন্য টিগর ইভি ইলেকট্রিক থিমড স্টাইলিং দিয়ে শোভিত করা হয়েছে। গাড়িতে ট্রাই অ্যারো ডিজাইনের সাথে ইলেকট্রিক স্পেসিফিক টিল ব্লু শেডের দেখা মেলে এতে। একটি হেডলাইট থেকে অপর হেডলাইটের নীচে একটি ব্লু লাইন রয়েছে যা একটি পরিবেশবান্ধব গাড়ির সংকেত জ্ঞাপন করে। তবে অন্দরমহলের নিরিখে বৈদ্যুতিক গাড়িটির সঙ্গে তার পেট্রল ভার্সনের সাথে মিল রয়েছে। যেমন ডার্ক-টোন ইন্টেরিয়ার, ইন্সট্রুমেন্ট প্যানেলের চতুর্দিকে ইলেকট্রিক ব্লু অ্যাকসেন্ট ইত্যাদি।

টাটা টিগর ইভি ফিচার্স (Tata Tigor EV Features)

টাটা টিগর ইভি হারমান-কার্ডন স্টিরিও সহ একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন অ্যাপেল কার-প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট, ৩০-এর বেশি কানেক্টেড ফিচারের সঙ্গে এসেছে৷ এর ফুল ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে-তে প্রয়োজনীয় সব তথ্য ভেসে ওঠে।

এছাড়া টাটা টিগর ইভিতে ইউএসবি পোর্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, কুল্ড গ্লোভবক্স, রিয়ার পারকিং ক্যামেরা এবং আরও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে। আবার এর টপ-স্পেক XZ+ DT ভেরিয়েন্টটিতে রয়েছে একটি ব্ল্যাক রুফ, এলইডি ডিআরএল এবং প্রজেক্টর হেডল্যাম্প সহযোগে এসেছে৷

টাটা টিগর ইভি সুরক্ষা (Tata Tigor EV Safety)

টাটা টিগর ইভির ঝুলিতে রয়েছে শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য গ্লোবালএনসিএপির ফোর স্টার রেটিং৷ নিরাপত্তাজনিত ফিচারের মধ্যে এতে আছে ইবিডি সহ এবিএস, পার্কিং সেন্সর সহ একটি রিয়ার পার্কিং ক্যামেরা, প্রথম সারিতে থাকা যাত্রীদের জন্য সিটবেল্ট রিমাইন্ডার এবং ডুয়েল এয়ারব্যাগ।

টাটা টিগর ইভি দাম (Tata Tigor EV Price)

ভারতের যে একটি মূল্য সংবেদনশীল দেশ তা সকলেরই জানা। তাই বাজারে উপলব্ধ পণ্যগুলির মধ্যে যার দাম উপযুক্ত, সেটির চাহিদা বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। সেই দিকটি নজরে রেখে টাকা টিগগর ইভির দর ১১.৯৯ থাকা থেকে ১৩.১৪ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এর ফলে বর্তমানে ভারতের বাজারে সবচেয়ে কমদামি ইলেকট্রিক যাত্রিগাড়ির তকমা পেয়েছে টাটা টিগর ইভি৷