স্মার্ট টিভিতে গেমিংয়ের মজা, TCL এর নতুন টিভির দামও হবে সস্তা

বহুজাতিক ইলেক্ট্রনিক্স সংস্থা TCL আগামী ৩০শে জুন ভারতে তাদের স্মার্টটিভি সেগমেন্টে একটি নতুন টিভি সিরিজ লঞ্চ করতে চলেছে।...
SUPARNA 22 Jun 2021 10:17 AM IST

বহুজাতিক ইলেক্ট্রনিক্স সংস্থা TCL আগামী ৩০শে জুন ভারতে তাদের স্মার্টটিভি সেগমেন্টে একটি নতুন টিভি সিরিজ লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে, আপকামিং এই 'C-Series' -এর অধীনস্ত স্মার্টটিভিকে মর্ডার্ন ডিজাইন এবং একাধিক গেমিং কেন্দ্রিক ফিচারের সাথে কনফিগার নিয়ে আসা হবে। শুধু তাই নয়, মডেলটিতে লেটেস্ট ওয়াই-ফাই ৬ সাপোর্ট, ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং অটো লো-লেটেন্সি মোডের মতো কিছু নয়া ফিচারও উপলব্ধ থাকছে, যা গেমিংয়ের অভিজ্ঞতাকে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যাবে। আবার পূর্ববর্তী টিভিগুলির ন্যায় এই সিরিজটির দামও যথেষ্ট সাশ্রয়ী হবে। ফলে স্মার্টটিভিটিকে কেনার ক্ষেত্রে ক্রেতাদের আর দাম নিয়ে মাথা ঘামাতে হবে না। তাহলে চলুন আপকামিং TCL সি-সিরিজের টিভিতে কী কী নতুন ফিচার দেখা যেতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক।

আপকামিং TCL C-Series TV তে থাকবে একাধিক গেমিং কেন্দ্রিক ফিচার

টিসিএল সি-সিরিজের অধীনস্ত এই স্মার্টটিভিটির বিশেষত্বের প্রসঙ্গে বললে, এটিকে হাই-রিফ্রেশ রেট এবং উন্নত ভিউয়িং ফিচারের সাথে নিয়ে আসা হবে, যা গেমিংয়ের ক্ষেত্রে ইউজারদের 'রিয়েল-লাইফ' অভিজ্ঞতা প্রদান করবে, বলে সংস্থাটি দাবি করেছে। জানা যাচ্ছে, এই স্মার্টটিভিটিতে, স্মুথ প্রসেসিং সিস্টেম সহ একটি বড়ো সাইজের ডিসপ্লে দেখা যাবে। আর, যেহেতু এটি একটি গেমকেন্দ্রিক টিভি সিরিজ, সেহেতু কানেক্টিভিটি অপশন হিসাবে এতে ৪-ওয়ে এইচডিএমআই ২.১ পোর্ট দেওয়া হয়েছে। এই পোর্টের মাধ্যমে ইউজাররা গেমিং কনসোল এবং গেমিং ল্যাপটপগুলিকে অতি সহজেই টিভির সাথে কানেক্ট করে গেম খেলতে পারবেন।

তদুপরি, উক্ত স্মার্টটিভিটিতে, লেটেস্ট ওয়াই-ফাই ৬ সাপোর্ট, ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (VRR), অটো লো-লেটেন্সি মোড (ALLM) এবং এনহ্যান্সড অডিও রিটার্ন চ্যানেল (eARC) -র মতো অনবদ্য কয়েকটি নতুন ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি, লো-ইনপুট ল্যাগ, উন্নত সাউন্ড কোয়ালিটি এবং হাই-কানেক্টিভিটি স্পীডের সাথে নির্বিঘ্নে গেম খেলার ক্ষেত্রে বিশেষ সহায়ক প্রমাণিত হবে, বলে TCL জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it