Tecno LF7 স্মার্টফোন 33W ফাস্ট চার্জিং ও Android 12-সহ আসছে, Pova 3 নামে লঞ্চ হতে পারে

Pova 5G এবং Spark 8C-এর মতো হ্যান্ডসেট লঞ্চ করে চলতি বছরের শুরুটা মন্দ করেনি চীনা সংস্থা টেকনো (Tecno)। এবার আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে…

Pova 5G এবং Spark 8C-এর মতো হ্যান্ডসেট লঞ্চ করে চলতি বছরের শুরুটা মন্দ করেনি চীনা সংস্থা টেকনো (Tecno)। এবার আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে তারা। যার উপরে সংস্থাটি গত বছর কাজ শুরু করেছিল। সম্প্রতি গিকবেঞ্চে Tecno LF7 মডেল নম্বরের একটি ডিভাইসকে স্পট করা হয়েছে। যা Tecno Pova 3 নামে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, অরিজিনাল Tecno Pova-র মডেল নম্বর ছিল LD7। তারপরে LE7 মডেল নম্বরের সাথে Tecno Pova 2 লঞ্চ হয়েছিল। এতএব, LF7 যে Tecno Pova 3-এর মডেল নম্বর, সেই নিয়ে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবার ইতিমধ্যেই Tecno Pova 3 এফসিসির শংসাপত্র পেয়েছে।

গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, MediaTek Helio G88 প্রসেসরের সঙ্গে Tecno Pova 3 লঞ্চ হবে। এতে ৮ জিবি র‍্যাম থাকবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, স্মার্টফোনটি গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে বেঞ্চমার্কিং করা হয়েছে।

অন্য দিকে, এফসিসির ডেটাবেস থেকে জানা গিয়েছিল, Tecno Pova 3-এর ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ব্যাটারির ক্যাপাসিটি সামনে আসেনি। টেকনোর বর্তমান মডেলে ৭,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান৷ ফলে Tecno Pova 3 একইরকম ব্যাটারির সাথে আসবে বলে অনুমান।