Tecno Phantom V Fold Launched: কুপোকাত স্যামসাং, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড নজরকাড়া ফিচার সহ ভারতে লঞ্চ হল
গত ফেব্রুয়ারিতে বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে Tecno Phantom V Fold এর উপর থেকে পর্দা সরানো...গত ফেব্রুয়ারিতে বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে Tecno Phantom V Fold এর উপর থেকে পর্দা সরানো হয়েছিল। আর আজ ভারতে Tecno তাদের নতুন এই ফোল্ডেবল ফোন Phantom V Fold লঞ্চ করল। ভারতে এই নয়া স্মার্টফোনটি Samsung Galaxy Z Fold 4 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটির কভার ও ফোল্ডিং ডিসপ্লের সাইজ যথাক্রমে ৬.৪২ ইঞ্চি ও ৭.৬৫ ইঞ্চি।
আবার Tecno Phantom V Fold ভারতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর ও ১২ জিবি র্যাম সহ এসেছে। এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আবার Tecno Phantom V Fold -এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আসুন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ফোনের ভারতে দাম, লঞ্চ অফার, স্পেসিফিকেশন ও ফিচার দেখে নেওয়া যাক।
Tecno Phantom V Fold Price in India, Offers: টেকনো ফ্যান্টম ভি ফোল্ড-এর ভারতে দাম ও অফার
ভারতে Tecno Phantom V Fold-এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮৯,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। এটি দুটি কালারে পাওয়া যাবে - ব্ল্যাক ও হোয়াইট। আগামী ২২ এপ্রিল থেকে এর প্রি-বুকিং শুরু হবে।
টেকনো ফ্যান্টম ভি ফোল্ড প্রি-বুকিং করার সময় HDB ফিনান্সিয়াল সার্ভিসের (লোন প্রদানকারী কোম্পানি) সহায়তা নিলে ৫,০০০ টাকা ক্যাশব্যাক মিলবে। আবার টেকনো ৫,০০০ টাকার উপহার দেবে। পাশাপাশি ব্র্যান্ডটি জানিয়েছে, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড প্রি-অর্ডারকারীরা ২ বছর ওয়ারেন্টি বেনিফিট ভোগ করবে। এছাড়া ৬ মাস পর্যন্ত ১ বার স্ক্রিন বদলের সুযোগ পাওয়া যাবে।
তবে জানিয়ে রাখি, আজ Amazon টেকনো ফ্যান্টম ভি ফোল্ড এর জন্য একটি এক্সক্লুসিভ সেল রেখেছে, যেখানে ফোল্ডেবল ফোনটি ৭৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
Tecno Phantom V Fold Specs and Features: টেকনো ফ্যান্টম ভি ফোল্ড-এর স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের কথা বললে, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ফোনের বাইরে ৬.৪২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৫২০ পিক্সেল) এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। আর আনফোল্ড করা হলে দেখা যাবে পাঞ্চ-হোল কাট-আউট সহ ৭.৮৫ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড স্ক্রিন, যার রেজোলিউশন 2K (২,০০০ x ২,২৯৬ পিক্সেল) এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
পারফরম্যান্সের জন্য টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ফোনে মালি জি৭১০ জিপিইউ সহ অক্ট কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ পাওয়া যাবে।ফোল্ডেবল ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক টেকনোর হাইওএস ১৩ (HiOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Tecno Phantom V Fold ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২x জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর। এছাড়া ফোনটির কভার ডিসপ্লেতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, আর ভিতরের স্ক্রিনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপলব্ধ।
এদিকে Tecno Phantom V Fold পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট উপলব্ধ। আর নিরাপত্তার জন্য, এই হ্যান্ডসেটটিতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। ফোল্ডেবল ডিভাইসটি স্টেরিও স্পিকার সহ এসেছে, তবে এতে ৩.৫মিমি অডিও জ্যাক নেই। আনফোল্ড করা অবস্থায় Phantom V Fold-এর পরিমাপ ১৫৯.৪ x ১৪০.৪ x ৬.৯ মিলিমিটার এবং এর ওজন প্রায় ২৯৯ গ্রাম।