Tecno Phantom X: টেকনো ভারতে দুর্ধর্ষ ডুয়েল সেলফি ক্যামেরা ও অসাধারণ ডিসপ্লের ফোন আনছে, লঞ্চের দিন ঘোষণা হল

গত বছর ভারতে Phantom X বলে একটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছিল টেকনো। সম্প্রতি অ্যামাজনে Tecno Phantom X-এর...
techgup 26 April 2022 6:23 PM IST

গত বছর ভারতে Phantom X বলে একটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছিল টেকনো। সম্প্রতি অ্যামাজনে Tecno Phantom X-এর ল্যান্ডিং পেজ লাইভ হয়ে বেশ কয়েকটি স্পেসিফিকেশন সামনে এনেছিল। এবার টেকনোর তরফে ডিভাইসটি ভারতে কবে লঞ্চ হবে, তার তারিখ ঘোষণা করা হল।

টেকনো মোবাইল ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, এটি প্রিমিয়াম এবং কুল‌। ইন্ডাস্ট্রির সেরা ফ্লেক্সিবল কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে Tecno Phantom X আগামী ২৯ এপ্রিল লঞ্চ হচ্ছে। টুইটার পোস্ট থেকে এটুকু পরিষ্কার যে, স্মার্টফোনটি প্রাথমিক ভাবে অ্যামাজনে এক্সক্লুসিভলি উপলব্ধ হবে‌।

https://twitter.com/TecnoMobileInd/status/1518839821661503488?t=hUs-1M2o006fCWTZKyIP0g&s=19

Tecno Phantom X সম্পর্কে যে তথ্যগুলি সামনে এসেছে

টেকনো ফ্যান্টম এক্স সম্পর্কে যে বিষয়গুলি নিশ্চিত করা গিয়েছে, তার মধ্যে অন্যতম কনিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং টুইন ফ্রন্ট ফেসিং ক্যামেরার জন্য দু'টি পাঞ্চ হোল কাটআউট থাকবে।

টেকনো ফ্যান্টম এক্স মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এর ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসবে। ৫ জিবি র‍্যাম ভার্চুয়াল মেমরি হিসেবে সাপোর্ট করবে‌।

এছাড়া, টেকনো ফ্যান্টম এক্সের রিয়ার প্যানেলের প্রাইমারি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল। বাকি দুই সেন্সর হিসাবে থাকতে পারে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ১৩ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর‌। ফ্রন্ট ক্যামেরা হিসাবে ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর থাকার সম্ভাবনা। স্মার্টফোনটি স্টারি নাইট ব্লু ও মনসেট সামার কালার অপশনে বেছে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story