Tecno Phantom X আজ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা মোড ও ডুয়েল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন
Tecno Phantom X আজ ভারতে লঞ্চ হচ্ছে। এটি সংস্থার প্রথম ডুয়েল সেলফি ক্যামেরা স্মার্টফোন, যেখানে ৪৮ মেগাপিক্সেল + ৮...Tecno Phantom X আজ ভারতে লঞ্চ হচ্ছে। এটি সংস্থার প্রথম ডুয়েল সেলফি ক্যামেরা স্মার্টফোন, যেখানে ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর আছে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি ক্যামেরা মোড। ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। সেখান থেকে Tecno Phantom X এর দাম ও সেলের তারিখ জানা গেছে। শুধু তাই নয়, ফোনটির বিশেষ বিশেষ ফিচারও সামনে আনা হয়েছে।
টেকনো ফ্যান্টম এক্স ভারতে দাম (Tecno Phantom X Price in India)
ভারতে টেকনো ফ্যান্টম এক্স এর দাম রাখা হবে ২৫,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজের। এই ফোনে ৫ জিবি ভার্চুয়াল র্যামও সাপোর্ট করবে। টেকনো ফ্যান্টম এক্স ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে।
টেকনো ফ্যান্টম এক্স স্পেসিফিকেশন, ফিচার (Tecno Phantom X Specifications, features)
অ্যামাজন থেকে জানা গেছে, টেকনো ফ্যান্টম এক্স ফোনে থাকবে কনিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সিকিউরিটির জন্য এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য Tecno Phantom X ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, যা সত্যিই দামের নিরিখে হতাশ জনক। এতে স্মার্ট কুলিং সিস্টেম থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র্যাম (LPDDR4X) এবং ২৫৬ জিবি স্টোরেজ (UFS 2.1) অপশনে আসবে। আবার এতে ৫ জিবি র্যাম ভার্চুয়াল মেমরি সাপোর্ট করবে।
ফটো ও ভিডিওগ্রাফীর জন্য Tecno Phantom X ফোনের রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ১৩ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্ট ক্যামেরা হিসাবে ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। এর সাথে থাকবে ডুয়েল ফ্ল্যাশ। স্মার্টফোনটি স্টারি নাইট ব্লু ও মনসেট সামার কালার অপশনে বেছে নেওয়া যাবে বলে মনে হচ্ছে।