Tecno Pova 2 ভারতে 7000mAh ব্যাটারির সহ লঞ্চ হচ্ছে, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

এই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে Tecno Camon 17 সিরিজ। তবে চীনে কোম্পানিটি আরও একটি ফোন আগামী মাসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেটে আনতে চলেছে।…

এই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে Tecno Camon 17 সিরিজ। তবে চীনে কোম্পানিটি আরও একটি ফোন আগামী মাসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেটে আনতে চলেছে। Tecno Pova 2 নামের এই ফোনটি আগামী ২ আগস্ট ভারতে লঞ্চ হবে। Amazon India আজ এই ফোনের লঞ্চের তারিখ নিশ্চত করেছে। পাশাপাশি তারা ফোনটির বিশেষ বিশেষ স্পেসিফিকেশন টিজ করেছে। প্রসঙ্গত Tecno Pova 2 গতমাসে ফিলিপাইনে লঞ্চ হয়েছিল।

Tecno Pova 2 ভারতে Amazon থেকে পাওয়া যাবে

অ্যামাজন টেকনো পোভা ২ ফোনটির জন্য একটি মাইক্রোসাইট তৈরী করেছে। এখান থেকে জানা গেছে ফোনটির মুখ্য আকর্ষণ হল ৭,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। এই ব্যাটারি সারাক্ষন ব্যবহারেও দুদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এছাড়াও টেকনো পোভা ২ ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও মাইক্রোসাইট থেকে সামনে এসেছে যে, Tecno Pova 2 ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। আবার এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটির ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল, যার কাটআউট ডিসপ্লের উপরিভাগে ,মাঝবরাবর থাকবে।

Tecno Pova 2 এর দাম

ভারতে টেকনো পোভা ২ এর দাম কত হবে তা এখনও জানা যায়নি। তবে ফিলিপাইনে ফোনটির মূল্য রাখা হয়েছিল ৭,৯৯০ PHP, যা প্রায় ১২,০০০ টাকার সমান। আশা করা যায় ভারতেও ফোনটির দাম ১৫,০০০ টাকার মধ্যে থাকবে।

Tecno Pova 2 এর স্পেসিফিকেশন ও ফিচার

Tecno Pova 2 ফোনে আছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আবার ফটোগ্রাফির জন্য এতে ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Tecno Pova 2 ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড হাইওএস ৭.৬ কাস্টম ওএস-এ চলবে। সিকিউরিটির জন্য ফোনে‌ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন