108MP ক্যামেরা, সঙ্গে অনবদ্য ডিজাইন, 9 জুলাই ভারতে লঞ্চ হবে Tecno Spark 20 Pro 5G

গ্লোবাল মার্কেটের পর টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি এবার লঞ্চ হতে চলেছে ভারতে। আজ টেকনো মোবাইল ইন্ডিয়ার তরফে এদেশে চমৎকার এই স্মার্টফোনের লঞ্চের তারিখ, কোথায়…

গ্লোবাল মার্কেটের পর টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি এবার লঞ্চ হতে চলেছে ভারতে। আজ টেকনো মোবাইল ইন্ডিয়ার তরফে এদেশে চমৎকার এই স্মার্টফোনের লঞ্চের তারিখ, কোথায় কিনতে পাওয়া যাবে, এবং স্পেসিফিকেশন সর্ম্পকিত তথ্য সামনে আনা হয়েছে। চলুন দেখে নিই, ডিভাইসটি কী কী অফার করবে গ্রাহকদের।

টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ভারতে কবে লঞ্চ হবে

এই ফাইভ-জি ফোনটি আগামী ৯ জুলাই এদেশে লঞ্চ হবে। অর্থাৎ হাতে আর ৫ দিন বাকি। এটি আমাজন প্রাইম ডে সেল ২০২৪ প্রোগ্রামের অংশ হিসাবে আসছে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে লাইভ হওয়া মাইক্রোসাইট টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি মডেলের পিছনে থাকা ক্যামেরা মডিউলের ছবি প্রকাশ করেছে।

টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফিচার্স

এই ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে। পাওয়ার বাটন ও ভলিউম বাটন ফোনটির ফ্রেমের ডানদিকে অবস্থান করবে। সেকেন্ডারি স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ও ডলবি এটমোস ব্র্যান্ডিং ফোনের উপরে থাকবে। আর নীচে মেইন স্পিকার গ্রিল ও ইউএসবি টাইপ সি পোর্ট দেখা যাবে।

উল্লেখ্য, টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এতে ফুল-এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে প্যানেল থাকবে। ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন