৪৮ এমপি ক্যামেরার Tecno Spark 7 Pro আজ প্রথমবার কেনার দারুন সুযোগ

Tecno Spark First Sale Today: চলতি সপ্তাহে লঞ্চ হয়েছিল Tecno Spark 7 Pro। আজ প্রথমবার এই ফোনটি কেনা যাবে। দুপুর ১২ টায় Amazon থেকে ফোনটির…

Tecno Spark First Sale Today: চলতি সপ্তাহে লঞ্চ হয়েছিল Tecno Spark 7 Pro। আজ প্রথমবার এই ফোনটি কেনা যাবে। দুপুর ১২ টায় Amazon থেকে ফোনটির সেল শুরু হবে। সেল উপলক্ষ্যে ক্রেতারা ব্যাংক অফারের ফায়দা তুলতে পারবে। টেকনো স্পার্ক ৭ প্রো ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

Tecno Spark 7 Pro এর দাম ও অফার

টেকনো স্পার্ক ৭ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেগুলি হল ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা ও ১০,৯৯৯ টাকা। ফোনটি আল্পস ব্লু, স্প্রুস গ্রিন, এবং ম্যাগনেট ব্ল্যাক কালারে উপলব্ধ।

লঞ্চ অফার হিসাবে SBI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা Tecno Spark 7 Pro এর ওপর ১০ শতাংশ ছাড় পাবে।

Tecno Spark 7 Pro এর স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক ৭ প্রো ফোনে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ৭২০ x ১৬০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে।এতে ব্যবহার করা হয়েছে মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড হাইওএস ৭.৫ কাস্টম ওএস সহ চলবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এর সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tecno Spark 7 Pro ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও এআই লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন