Tecno Spark 9T এবার বড় ডিসপ্লের সাথে ভারতে আসছে, ৭ জিবি র‌্যাম সহ থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

গত জুনে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নাইজেরিয়ায় লঞ্চ করে তাদের Spark সিরিজের সাম্প্রতিকতম বাজেট হ্যান্ডসেট,...
Ananya Sarkar 26 July 2022 7:25 PM IST

গত জুনে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নাইজেরিয়ায় লঞ্চ করে তাদের Spark সিরিজের সাম্প্রতিকতম বাজেট হ্যান্ডসেট, Tecno Spark 9T। অন্যান্য বাজারেও ফোনটির লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছিল। সেইমতোই এবার ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এর ভারতীয় শাখার ওয়েবসাইটে এই টেকনো ডিভাইসটির ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে, যা নিশ্চিত করে যে, Tecno Spark 9T শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও, ল্যান্ডিং পেজটি লঞ্চের সঠিক টাইমলাইন প্রকাশ করেনি, তবে এটি হ্যান্ডসেটের কিছু প্রধান স্পেসিফিকেশনকে তুলে ধরেছে। Tecno Spark 9T ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে সহ আসবে এবং এতে একটি ওয়াটার-ড্রপ স্টাইলের নচ দেখা যাবে বলে নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটটিতে লক এবং আনলক করার জন্য এটি একটি সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলেও জানা গেছে।

ভারতে টেকনো স্পার্ক ৯টি-এর মূল্য ও লভ্যতা (Tecno Spark 9T Price and Availability)

টেকনো স্পার্ক ৯টি-এর অ্যামাজন ল্যান্ডিং পেজটি নিশ্চিত করেছে যে, হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করবে। যদিও, কোম্পানি বা অ্যামাজন কেউই আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির দাম বা ভারতীয় বাজারে এর লঞ্চের টাইমলাইনটি প্রকাশ করেনি।

জানিয়ে রাখি, গত জুন মাসে নাইজেরিয়ার বাজারে টেকনো স্পার্ক ৯টি লঞ্চ করা হয়। সেদেশে ফোনটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয় ৭৮,৩০০ নাইরা (প্রায় ১৪,৭০০ টাকা)। আবার এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ মডেলের মূল্য ৮৮,০০০ নাইরা (প্রায় ১৬,৫০০ টাকা) নির্ধারণ করা হয়। হ্যান্ডসেটটি আটলান্টিক ব্লু, কোকো গোল্ড, আইরিস পার্পল এবং ফিরোজা সায়ান- এই চারটি চমকপ্রদ কালার অপশনে নাইজেরিয়ার বাজারে উপলব্ধ রয়েছে।

টেকনো স্পার্ক ৯টি-এর স্পেসিফিকেশন (Tecno Spark 9T Specifications)

অ্যামাজন ল্যান্ডিং পেজ অনুযায়ী, টেকনো স্পার্ক ৯টি-এ ফুল-এইচডি+ রেজোলিউশন সহ একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য ওয়াটার-ড্রপ স্টাইলের নচ অবস্থান করবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৫ দ্বারা চালিত হবে। এতে ৪ জিবি র‍্যাম এবং ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark 9T একটি এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, আসন্ন টেকনো স্মার্টফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। সংস্থার দাবি, এই হ্যান্ডসেটটি এক ঘণ্টারও কম সময়ে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ পূর্ণ করবে। এছাড়া নিরাপত্তার জন্য, Tecno Spark 9T-এ একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

উল্লেখ্য, Tecno Spark 9T-এর অ্যামাজন ল্যান্ডিং পেজের মাধ্যমে নিশ্চিত করা স্পেসিফিকেশনগুলি দেখে বোঝাই যাচ্ছে যে, এই মডেলটি তার নাইজেরিয়ান ভ্যারিয়েন্টের থেকে ভিন্ন হবে। কেননা স্মার্টফোনটি এর আগে নাইজেরিয়াতে ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সাথে লঞ্চ হয়।

Show Full Article
Next Story