Tecno Spark 9T আজ ভারতে লঞ্চ হচ্ছে, ১০ হাজার টাকার কমে মিলবে খাস ফিচার
Tecno আজ তাদের একটি লেটেস্ট স্মার্টফোনকে ভারতে লঞ্চ করছে। সংস্থাটি গতকাল স্বয়ং তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে...Tecno আজ তাদের একটি লেটেস্ট স্মার্টফোনকে ভারতে লঞ্চ করছে। সংস্থাটি গতকাল স্বয়ং তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে আপকামিং Tecno Spark 9T স্মার্টফোনের লঞ্চ তারিখ নিশ্চিত করেছে। আলোচ্য মডেলটির লঞ্চের তারিখ আজ অর্থাৎ ২৮শে জুলাই নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, বিগত কিছু দিন ধরে ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে Tecno তাদের এই নয়া ফোনকে টিজ করছিল। যার দরুন আসন্ন এই ডিভাইসের বেশ কয়েকটি কী-ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, ফোনটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে। সুতরাং, Tecno Spark 9T -এর ভারতীয় ভ্যারিয়েন্টটি গত মাসে নাইজেরিয়ান কাউন্টারপার্টে লঞ্চ হওয়া মডেলের তুলনায় অনেকটাই ভিন্ন স্পেসিফিকেশন সহ আত্মপ্রকাশ করতে চলেছে, এই বিষয়ে নিশ্চিত আমরা।
টেকনো স্পার্ক ৯টি আজ ভারতে লঞ্চ হচ্ছে (Tecno Spark 9T Launch India today)
টেক ব্র্যান্ডটি সম্প্রতি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে, আসন্ন টেকনো স্পার্ক ৯টি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পোস্ট অনুসারে, আজ অর্থাৎ ২৮শে জুলাই আলোচ্য ফোনকে অফিসিয়াল করা হবে ভারতে। যদিও, সংস্থাটি এখনও লঞ্চের সময় নিশ্চিত করেনি। তবে জানা যাচ্ছে, শীঘ্রই আগত এই হ্যান্ডসেটকে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে এদেশে কেনার জন্য উপলব্ধ করা হবে এবং মাইক্রোসাইটে থাকা "Notify Me" বাটনে ক্লিক করার মাধ্যমে আগ্রহী গ্রাহকেরা উক্ত ফোন সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে পারেন।
আগেই বলেছি, অ্যামাজন দ্বারা লাইভ করা মাইক্রোসাইটের মাধ্যমে আপকামিং Tecno Spark 9T স্মার্টফোনের কয়েকটি কী-ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গেছে। যার থেকে জানা যাচ্ছে, এতে একটি ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল থাকবে, যার ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের হবে। আর নিরাপত্তার জন্য ফোনটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলের পুরো উপরের অংশ জুড়ে একটি বড় ক্যামেরা মডিউল দেখা যাবে। যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। পারফরম্যান্সের জন্য Tecno Spark 9T ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হবে। এটি ৪ জিবি পর্যন্ত র্যাম সহ আসবে এবং সাথে অতিরিক্ত ভাবে আরো ৩ জিবি ভার্চুয়াল র্যাম সমর্থন করবে। স্মার্টফোনটিতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। লঞ্চ পরবর্তী সময়ে টেকনোর এই হ্যান্ডসেটটি ডার্ক ব্লু এবং ফিরোজা গ্রীন কালার বিকল্পে উপলব্ধ হতে পারে।
ফিচার সংক্রান্ত তথ্যাদি সম্পর্কে আমরা জানতে পারলেও, স্মার্টফোনটির দাম এখনো অজানা। তবে ফিচার-তালিকা দেখে মনে করা হচ্ছে, সিরিজের এই ভ্যানিলা মডেল অর্থাৎ Tecno Spark 9T ১২,০০০ টাকার প্রাইজ রেঞ্জে ভারতে আসতে পারে।