১০ হাজার টাকায় ৬০০০ এমএএইচ ব্যাটারির ফোন, আজ সেল আছে Tecno Spark Power 2 এর

আপনি যদি ১০ হাজার টাকার কমে কোনো পাওয়ারফুল ব্যাটারির ফোন খোঁজ করেন, তাহলে আপনার পছন্দের তালিকায় অবশ্যই থাকা উচিত Tecno Spark Power 2 এর নাম।…

আপনি যদি ১০ হাজার টাকার কমে কোনো পাওয়ারফুল ব্যাটারির ফোন খোঁজ করেন, তাহলে আপনার পছন্দের তালিকায় অবশ্যই থাকা উচিত Tecno Spark Power 2 এর নাম। কারণ এই ফোনে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ভারতে এই ফোনটি আপাতত ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে। আজ টেকনো স্পার্ক পাওয়ার ২ ফোনের সেল অনুষ্ঠিত হবে। আপনি Flipkart থেকে দুপুর ১২ টায় এই ফোনটি কিনতে পারবেন। ব্যাটারি ছাড়াও Tecno Spark Power 2 ফোনে পাবেন কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।

এই ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা। ফোনটি আইস জাদাইট এবং মিস্টি গ্রে কালারে পাওয়া যাবে। টেকনো স্পার্ক পাওয়ার ২ ফোনের ওপর ব্যাংক অফারও উপলব্ধ। যেমন অ্যাক্সিস ব্যাংক বাজ ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড়ে ফোনটি কিনতে পারে। আবার ৫ শতাংশ ডিসকাউন্ট পাবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকরা। ফোনটি নো কস্ট ইএমআই অফারের সাথেও কিনতে পারবেন।

টেকনো স্পার্ক পাওয়ার ২ ফোনে ৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজুলেশন ১৬৪০x৭২০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০.৫:৯। এই ফোনের ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ। ফোনটি মিডিয়াটেক হেলিও পি ২২ প্রসেসরের সাথে এসেছে। এছাড়াও এতে পাবেন ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে Tecno Spark Power 2 ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা উপলব্ধ। যার প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও এআই লেন্স। সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরায় বোকেহ এফেক্ট, এআর মোড, গুগল লেন্স, এআই বিউটি, প্যানোরামা এর মত ফিচার উপলব্ধ। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে ফুল চার্জে এই ফোনের ব্যাটারি চারদিন ব্যাকআপ দেবে। এই ফোনটি ১০ মিনিট চার্জ করলে ৩ ঘন্টা চালানো যাবে।