Display: ডিসপ্লে তৈরিতে চীন কে টেক্কা দেবে ভারত? ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইঙ্গিত এই সংস্থার

প্রায় ২৪,০০০ কোটি টাকা লগ্নিতে দেশের প্রথম ডিসপ্লে ফেব্রিকেশন ফেসিলিটি গড়ে উঠতে চলেছে তেলেঙ্গানা রাজ্যে। এক্ষেত্রে...
SUPARNAMAN 14 Jun 2022 12:04 PM IST

প্রায় ২৪,০০০ কোটি টাকা লগ্নিতে দেশের প্রথম ডিসপ্লে ফেব্রিকেশন ফেসিলিটি গড়ে উঠতে চলেছে তেলেঙ্গানা রাজ্যে। এক্ষেত্রে লগ্নিকারী সংস্থা এলেস্ট (Elest)। সংস্থাটি স্বর্ণ ব্যবসার অত্যন্ত পরিচিত মুখ রাজেশ এক্সপোর্টসের (Rajesh Exports) অধীনস্থ কোম্পানি। এর মধ্যেই তেলেঙ্গানা সরকার উক্ত সংস্থার সাথে চুক্তির বিষয়টি প্রকাশ্যে এনেছে। সর্বোপরি রাজেশ এক্সপোর্টসের কর্ণধার রাজেশ মেহতাও আলোচ্য লগ্নির কথা সর্বসমক্ষে স্বীকার করেছেন।

দেশের সর্বপ্রথম ডিসপ্লে ফ্যাব গড়ে উঠবে তেলেঙ্গানায় - বিনিয়োগ ২৪ হাজার কোটি টাকা

আপাতত তেলেঙ্গানা সরকার, Elest -এর সাথে মৌ (MoU) চুক্তি স্বাক্ষর করেছে। এই পদক্ষেপ তেলেঙ্গানা তথা ভারতের মাটিতে পরবর্তী ৬ষ্ঠ প্রজন্মের সর্বোন্নত অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে তৈরীর সম্ভাবনা প্রশস্ত করবে, যা আক্ষরিক অর্থেই বড় সুসংবাদ।

এলেস্টের সাথে স্বাক্ষরিত মৌ (MoU) -এর ব্যাপারে তেলেঙ্গানার তথ্যপ্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও বলেন যে চুক্তিটির ফলস্বরূপ Fortune 500 -এর অধীনস্থ সংস্থা রাজেশ এক্সপোর্টস (এলেস্ট) সর্বোন্নত অ্যামোলেড ডিসপ্লে উৎপাদনে ২৪,০০০ কোটি টাকা লগ্নি করবে। হাই-টেক ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে অঙ্কের নিরিখে এটি এযাবৎ কালের অন্যতম বৃহৎ লগ্নি বলে রামা রাও উল্লেখ করেন।

তেলেঙ্গানার তথ্যপ্রযুক্তি মন্ত্রী এমনও দাবি করেন যে প্রায় ২৪,০০০ কোটি টাকা লগ্নির ফলে যে ডিসপ্লে ফেব্রিকেশন প্ল্যান্ট তাদের রাজ্যে গড়ে উঠতে চলেছে, বিশ্ব-মানচিত্রে সেটি ভারতকে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশের পাশে বসাবে। তাছাড়া মন্ত্রীর আরও বক্তব্য, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের ঘোষণার পরেই তাদের সরকার এই ধরনের লগ্নি টানতে বিশেষ সক্রিয় হয় যার ফল এবার হাতেনাতে মিলেছে।

প্রসঙ্গত স্বীকার করতেই হয় যে এলেস্টের উপরোক্ত পরিমাণ অর্থ বিনিয়োগের ফলে তেলেঙ্গানা রাজ্যের উন্নয়নশীল বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি শিল্পে পুনরায় নতুন জোয়ার আসবে। এর প্রভাবে সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ফ্যাব বিভাগে তেলেঙ্গানা এগিয়ে আসবে প্রথম সারিতে। কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের আওতায় তেলেঙ্গানায় উক্ত ডিসপ্লে ফ্যাব ফেসিলিটি গড়ে উঠবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বিরাট পরিমাণ অর্থলগ্নির সাথেই এলেস্ট ভাবী প্রজন্মের অত্যাধুনিক ডিসপ্লে সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষার জন্য তেলেঙ্গানা রাজ্যে একটি গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র গড়ে তুলবে।

Show Full Article
Next Story