মোবাইলে ক্ষতিকর অ্যাপ লুকিয়ে আছে কিনা এক চুটকিতে জেনে যাবেন, সহজ উপায় বলে দিল সরকার

দেখে মনে হয় আসল, কিন্তু বাস্তবে পুরোটাই নকল। এমন অ্যাপের আধিপত্য বেড়েছে ইন্টারনেটে। এই সমস্ত ক্ষতিকর অ্যাপ স্ক্যান করার সহজ উপায় বলে দিল সরকার।

Suvrodeep Chakraborty 10 Dec 2024 1:43 PM IST

ছদ্মবেশে মোবাইলে ঘাপটি মেরে বসে থাকছে ক্ষতিকর অ্যাপ। এমন ইন্টারফেস বা লোগো থাকে, যে আসল না নকল চেনা দায়। এগুলি ধীরে ধীরে ফোনের নানা ব্যক্তিগত ডেটা চুরি করতে থাকে। এই সমস্ত ক্ষতিকর অ্যাপ আপনার মোবাইলে আছে কিনা স্ক্যান করার জন্য সহজ উপায় বলে দিল টেলিকম দফতর। সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করে সেই টিপস দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ক্ষতিকর অ্যাপ স্ক্যান করার সহজ উপায়

এর জন্য প্রথমে গুগল প্লে-স্টোর ওপেন করুন।

তারপর উপরে ডান দিকে প্রোফাইল অপশনে ক্লিক করুন

এখানে ‘Play Protect’ নামের একটি সেকশন থাকবে, তাতে ট্যাপ করুন।

পরবর্তী পেজে ‘Scan’ অপশনে ক্লিক করুন।

এটি করলে আপনার মোবাইল স্ক্যান হওয়া শুরু হবে এবং কোনও ক্ষতিকর বা ভুয়ো অ্যাপ থাকলে জেনে যাবেন।

ফোনে ক্ষতিকর অ্যাপ লুকিয়ে থাকলে কী হতে পারে?

অধিকাংশ সময়, এই ধরনের অ্যাপ লুকিয়ে থাকে ফোনে। অর্থাৎ অন্য নামে বা ফাইল ম্যানেজারের এমন এক ফোল্ডারে গিয়ে লুকিয়ে থাকে, যা সহজে চোখে পড়ে না। কিন্তু এগুলি আপনার ক্রেডিট কার্ডের তথ্য, OTP, পিন, ব্যাঙ্কিং অ্যাপ লগ ইন করার সময় ইউজারনেম ও পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড ইত্যাদি একাধিক ব্যক্তিগত তথ্য চুরি করে।

সাইবার বিশেষজ্ঞরা এবং ব্যাঙ্কের তরফে প্রতিনিয়ত এই ধরনের অ্যাপের বিরুদ্ধে সতর্কবার্তা পাঠায়। কিন্তু, ইন্টারনেটে অজস্র জিনিস ঘাঁটার সময়, নানা লিঙ্কে ক্লিক করলে ভুলবশত অ্যাপ ও APK ফাইলগুলি ডাউনলোড হয়ে যায় ফোনে। তাই সেগুলি স্ক্যান করার সবথেকে সহজ উপায় জানিয়ে দিল টেলিকম বিভাগ।

Show Full Article
Next Story