Telegram Down: ভারতসহ বিশ্বের বহু দেশে বন্ধ Telegram পরিষেবা, অস্বস্তিতে ইউজাররা
বর্তমান সময়ে WhatsApp-এর সাথে তাল মিলিয়ে পরিষেবা দিয়ে চলেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Telegram (টেলিগ্রাম)। অনেক...বর্তমান সময়ে WhatsApp-এর সাথে তাল মিলিয়ে পরিষেবা দিয়ে চলেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Telegram (টেলিগ্রাম)। অনেক ক্ষেত্রে এটি, Meta মালিকানাধীন প্ল্যাটফর্মটির চেয়ে বেশি ফিচারও অফার করছে। কিন্তু ওই যে কথায় আছে 'চিরদিন কাহারও সমান নাহি যায়!' এবার, এত জনপ্রিয়তার নিরিখে থাকা Telegram ভারত-পাকিস্তানসহ অনেক দেশে ডাউন হয়ে গেছে বলে জানা গেছে। Down Detector (ডাউনডিটেক্টর)-এর মতে, ইউজাররা আজ অর্থাৎ ২ এপ্রিল বিকেল ৩টায় Telegram ডাউন হতে দেখেছেন।
ঠিক কী সমস্যায় পড়েছেন Telegram ইউজাররা?
এক্ষেত্রে টেলিগ্রাম ইউজাররা অ্যাপ্লিকেশন সার্ভারের সাড়া পাচ্ছেন না। এ ছাড়া অনেক ব্যবহারকারী লগ ইন করতেও সমস্যায় পড়ছেন। তাদের মতে, অ্যাপটি বেশ কিছু সময় ধরে রিফ্রেশ হচ্ছে না। এখনো পর্যন্ত প্রায় ৪,০০০ জন ব্যবহারকারী ডাউনডিটেক্টরের কাছে অভিযোগ করেছেন।
এদিকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে টুইটারে মজা শুরু করেছেন নেটিজেনরা। মাইক্রোব্লগিং সাইটটিতে টেলিগ্রামকে নিয়ে প্রচুর মিমস শেয়ার হচ্ছে। পাঠকদের জন্য রইল সেসব মজাদার মিমের এক ঝলক।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে হাজার হাজার ইউজার টেলিগ্রামের অচলাবস্থার শিকার হন।