এই ১০টি জনপ্রিয় ফ্যামিলি-ট্র্যাকিং Android অ্যাপ চালাতে পারে গোপন নজরদারি! এখনই সাবধান হন

এখনকার সময়ে সবার হাতেই বিভিন্ন মডেলের স্মার্টফোন দেখা যায়। তবে আপনি যদি অ্যান্ড্রয়েড (Android) হ্যান্ডসেট ব্যবহারকারী...
techgup 6 July 2022 5:03 PM IST

এখনকার সময়ে সবার হাতেই বিভিন্ন মডেলের স্মার্টফোন দেখা যায়। তবে আপনি যদি অ্যান্ড্রয়েড (Android) হ্যান্ডসেট ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি খুব ভালো করে পড়ুন এবং সাবধান হোন। কারণ বাচ্চাদের এবং পরিবারকে রক্ষা করার জন্য আপনি যে সবচেয়ে জনপ্রিয় ট্র্যাকিং অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করেন, সেগুলি কিন্তু আদতে আপনার ওপরেই গুপ্তচরবৃত্তি করতে পারে (সোজা কথায়, আপনার ওপর নজর রাখতে পারে)! আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন; সম্প্রতি এক রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। Cybernews (সাইবারনিউজ)-এর একটি রিপোর্ট অনুযায়ী, শিশু এবং পরিবারের সদস্যদের ট্র্যাক করার জন্য ব্যবহৃত কিছু জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হ্যাকার/সাইবার অপরাধীদের কাছে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের যাবতীয় গোপন তথা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করতে পারে। উক্ত রিপোর্টটিতে এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলির নামও প্রকাশিত হয়েছে, যেগুলি গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ৮৫ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে বলে জানা গিয়েছে।

কীভাবে ক্ষতি করে এই অ্যাপগুলি?

রিপোর্টে আরও বলা হয়েছে যে, এই অ্যাপ্লিকেশনগুলিতে সিকিউর সকেটস লেয়ার (SSL) শংসাপত্র সঠিকভাবে প্রয়োগ করা হয় না। ফলে এগুলিকে ম্যান-ইন-দ্য-মিডল (MITM) অ্যাটাকের জন্য খুব সহজেই কাজে লাগাতে পারে হ্যাকাররা। এর অর্থ হল, সাইবার আক্রমণকারীরা এই অ্যাপগুলির মারফত ইউজারদের ফোনের অন্তর্ভুক্ত যাবতীয় গোপন ডেটার ওপর নজর রাখতে পারে। মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে (MobSF) এই অ্যাপগুলির রেটও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুবিধার্থে অ্যাপগুলির নাম এবং রেটিং আমরা এখন আপনাদেরকে জানাতে চলেছি।

এই সমস্ত ট্র্যাকিং অ্যাপ্লিকেশন থেকে সাবধান

১. ​Phone Tracker by Number: অ্যাপটি একটি ম্যালিশিয়াস লিঙ্ক বহন করে বলে জানা গিয়েছে। মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে এটির স্কোর সর্বনিম্ন (১০০-এর মধ্যে ২৩)।

২. ​FamiSafe: Parental Control app: এই অ্যাপটিতে দুটি ম্যালিশিয়াস লিঙ্কের অস্তিত্ব মিলেছে। এটি মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে (MobSF) ১০০-এর মধ্যে ৩০ স্কোর করে।

৩. ​Find my kids: location tracker: অ্যাপটিতে একটি ক্ষতিকারক লিঙ্কের সন্ধান পাওয়া গেছে। মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে অ্যাপ্লিকেশনটির স্কোর ১০০-এর মধ্যে ৩৬।

৪. ​My Family locator GPS tracker: আলোচ্য অ্যাপটিও একটি ম্যালিশিয়াস লিঙ্ক বহন করে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এটি মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে ১০০-এর মধ্যে ৪১ স্কোর করে।

৫. MMGuardian Parent app: মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে অ্যাপটি ১০০-এর মধ্যে ৪৩ স্কোর করে।

৬. Family Locator - GPS Tracker and Find your phone app: এই অ্যাপ্লিকেশনটির মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে স্কোর ১০০-এর মধ্যে ৪৩।

৭. ​MMGuardian app for Child Phone: রিপোর্ট অনুযায়ী, মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে অ্যাপটি ১০০-এর মধ্যে ৪৪ স্কোর করে।

৮. Find my phone. Family GPS Locator by Familo: MobSF-এ এই অ্যাপটির স্কোর ১০০-এর মধ্যে ৪৫।

৯. Family GPS tracker KidsControl: মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে অ্যাপটির স্কোর ১০০-এর মধ্যে ৪৭।

১০. Pingo by Findmykids: মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে অ্যাপটির স্কোর ১০০-এর মধ্যে ৫৩ (সবথেকে বেশি)।

Show Full Article
Next Story