Xiaomi Redmi -র এই ২৮টি ফোনে আসছে MIUI 12.5 আপডেট, দেখুন আপনার ফোন আছে কিনা
গত ডিসেম্বরে Xiaomi তাদের কাস্টম স্কিন MIUI 12 এর আপগ্রেড ভার্সন হিসাবে MIUI 12.5 এর ঘোষণা করেছিল। জানুয়ারির শুরুতেই...গত ডিসেম্বরে Xiaomi তাদের কাস্টম স্কিন MIUI 12 এর আপগ্রেড ভার্সন হিসাবে MIUI 12.5 এর ঘোষণা করেছিল। জানুয়ারির শুরুতেই সংস্থার ২১টি ডিভাইসের জন্য এর ক্লোজ বিটা রেজিস্ট্রেশন হয়। তবে এবার শাওমি ২৮টি ফোনের তালিকা সামনে আনলো, যেগুলিতে শীঘ্রই MIUI 12.5 আপডেট আসবে। এই তালিকায় Redmi K30, Redmi K30 Pro, Redmi Note 9 Pro, Redmi Note 7 Pro এর মত ফোনগুলি অন্তর্ভুক্ত আছে।
কোন কোন ফোনে পাওয়া যাবে MIUI 12.5 আপডেট
যে ২৮টি ফোনে এমআইইউআই ১২.৫ এর আপডেট আসবে সেগুলি হল - Redmi 10X, Redmi 10X Pro, Redmi K30, Redmi K30 5G, Redmi K30i 5G, Redmi K30 Pro, Redmi K30S Extreme Commemorative Edition, Redmi K30 Extreme Commemorative Edition, Redmi K20, Redmi K20 Pro, Redmi Note 9, Redmi Note 9 Pro, Redmi Note 8, Redmi Note 7, এবং Redmi Note 7 Pro।
এছাড়াও Mi 11, Mi 10, Mi 10 Pro, Mi 10 Extreme Commemorative Edition, Mi 10 Youth Edition, Mi 9, Mi 9 Pro, Mi 9 Transparent Exclusive Edition, Mi 9SE, Mi CC9 Pro, Mi CC9, Mi CC9e, Mi CC9 Meitu Custom Edition ফোনগুলি এই আপডেট পাবে।
জানিয়ে রাখি আপাতত চীনের মডেলগুলিতেই MIUI 12.5 এর আপডেট আসবে। যদিও শাওমি নিশ্চিত করেছে যে, গ্লোবাল ভ্যারিয়েন্টগুলির জন্যও আপডেট নিয়ে আসা হবে। যদিও সংস্থার তরফে এরজন্য কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
কী থাকবে MIUI 12.5 আপডেটে?
সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, এমআইইউআই ১২.৫ – আরো ভাল প্রাইভেসি প্রোটেকশন, ক্লিনার ইউআই, নতুন অ্যানিমেশন ইত্যাদি ফিচারসহ আসবে। এই আপডেটের স্টেবল ভার্সনটি ফেব্রুয়ারির শেষ দিকে চালু হতে পারে।