এবারের পুজোয় তোলা যাবে ঝাঁ-চকচকে ছবি! সস্তায় DSLR ক্যামেরা কেনার দারুণ সুযোগ দিচ্ছে Amazon
বছরের পর বছর ধরে ফটোগ্রাফি জিনিসটি একাংশ মানুষ শৌখিনতা এবং নেশা হিসেবে তাদের জীবনের সাথে জড়িয়ে রেখেছে। তাছাড়া অনেকেই...বছরের পর বছর ধরে ফটোগ্রাফি জিনিসটি একাংশ মানুষ শৌখিনতা এবং নেশা হিসেবে তাদের জীবনের সাথে জড়িয়ে রেখেছে। তাছাড়া অনেকেই আছেন যাদের কাছে ফটো তোলাটা জীবিকা তথা উপার্জনের মাধ্যম। সেক্ষেত্রে নেশা বা পেশা যে কারণেই হোক, আপনি যদি এখন ফটোগ্রাফির জন্য একটি ভাল ক্যামেরা কিনতে চান তাও আবার সস্তায়, তাহলে Amazon Great Indian Festival সেলের কিছু স্পেশাল ফিচার আপনার অত্যন্ত কাজে আসবে। আসলে এই মুহূর্তে Amazon India-তে Sony, Canon, Nikon ইত্যাদি নামী ব্র্যান্ডের DSLR বা Digital SLR ক্যামেরাগুলি অফারে দুর্দান্ত ডিসকাউন্টে কেনা যাচ্ছে। এমনকি SBI কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১০% অতিরিক্ত ছাড়ও পেতে পারেন। সুবিধা বলতে এগুলি খুবই হালকা ওজনের ক্যামেরা, যা সহজে যেকোনো জায়গায় বহন করা যাবে আর পুজোর ফটোগ্রাফির পাশাপাশি বিভিন্ন জায়গা-জিনিসের সৌন্দর্য লেন্স বন্দী করা যাবে। তো আসুন, এখন Amazon Great Indian Festival-এ DSLR ক্যামেরায় উপলব্ধ সেরা কিছু অফার এক নজরে দেখে নিই।
DSLR ক্যামেরা কেনার দারুণ সুযোগ দিচ্ছে Amazon, দেখে নিন ৫টি সেরা অফার
১. Canon EOS 1500D 24.1 Digital SLR Camera: ৪৭,৯৯৫ টাকার এই ক্যামেরাটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৪০,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
এটি ২৪.১ মেগাপিক্সেলের লেন্স বহন করবে এবং এতে অপটিক্যাল জুম অপশন, ৯টি অটোফোকাস মোড ইত্যাদি ফিচার আছে। এই ক্যামেরাটি ওয়াই-ফাই (Wi-Fi), এনএফসি (NFC) এবং ব্লুটুথ কানেক্টিভিটি অফার করবে। এতে আপনি চমৎকার মানের ছবি-ভিডিও বানাতে পারবেন।
২. Canon EOS 200D II 24.1MP Digital SLR Camera STM Lens (Black): এটি এখন ৭০,৭৯৫ টাকার বদলে ৫৯,৩৪৯ টাকায় কেনা যাবে।
এই ক্যামেরাটি ২৪.১ মেগাপিক্সেল+ইএফ-এস ১৮-৫৫ মিমি এফ৪ এসটিএম (STM) লেন্স বহন করবে। এটি দিয়ে আপনি আই ডিটেকশন অটো ফোকাসসহ চমৎকার মানের ফটো এবং ভিডিও তৈরি করতে পারেন।
৩. Sony Alpha ILCE 6100L 24.2 MP Mirrorless Digital SLR Camera: এই ক্যামেরাটি কিনতে ৭৫,৯৯০ টাকার পরিবর্তে এখন ৬৫,৯৯০ টাকায় খরচ হবে।
এটি অটো ফোকাস সেন্সর, ১৮০ ডিগ্রি টিল্ট টাচ এলইডি স্ক্রিন, রিয়েল টাইম আইএফ (IF), ওয়াই-ফাই কানেক্টিভিটি ইত্যাদি আধুনিক ফিচার অফার করবে। এতে পাবেন ন্যূনতম ৩০ সেকেন্ডের শাটার।
৪. Sony Alpha ILCE-6100Y 24.2 MP Mirrorless Digital SLR Camera: এই ক্যামেরাটি এখন ৮০,৩৩৮ টাকায় কেনা যাবে, এর দাম এমনিতে ৯৫,২৯০ টাকা।
সোনির এই ক্যামেরাটি ২,১৬০ পিক্সেলের ভিডিও ক্যাপচার রেজোলিউশন ক্যাপাসিটি, এলসিডি ডিসপ্লে ক্যামেরা টাচ স্ক্রিন ফিচার, ১২৮ জিবি এসডি কার্ড, ১৬-৫০ মিমি এবং ৫৫-২১০ মিমি জুম লেন্স বহন করবে।
৫. Nikon D7500 20.9MP Digital SLR Camera: এটির দাম ৯৪,৯৫০ টাকা হলেও, এখন এটি ৮৩,৪৯৯ টাকায় পাওয়া যাবে।
এই ক্যামেরাতে ২০.৯ মেগাপিক্সেল ডিজিটাল লেন্স, গ্রুপ-এরিয়া এএফ (AF) ও ১৮০কে-পিক্সেল আরজিবি (RGB) সেন্সর, ৪কে (4K) ভিডিও রেকর্ডিং, নাইট ভিশন, ফটো ইলাস্ট্রেশন মোড ইত্যাদি ফিচার পাওয়া যাবে।