ফোনে এই পাঁচটি বদল চোখে পড়লে সাবধান, হ্যাকিংয়ের শিকার হতে পারেন আপনি
স্মার্টফোন হ্যাকিং বা অনলাইন জালিয়াতির ঘটনা বর্তমানে বেড়েই চলেছে এবং এই বৃদ্ধি হচ্ছে বেশ দ্রুত হারেই! প্রায়দিনই কেউ না...স্মার্টফোন হ্যাকিং বা অনলাইন জালিয়াতির ঘটনা বর্তমানে বেড়েই চলেছে এবং এই বৃদ্ধি হচ্ছে বেশ দ্রুত হারেই! প্রায়দিনই কেউ না কেউ এই ধরণের অযাচিত দুর্ঘটনার মুখে পড়ছেন, যেখানে ব্যক্তিগত তথ্য চুরি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার কথা শোনা যাচ্ছে। এছাড়া বারবার সামনে আসছে ম্যালওয়্যার বা ভাইরাসযুক্ত অ্যাপগুলি থেকে সাবধান থাকার বার্তাও। সেক্ষেত্রে আপনিও যদি দিনের বেশিরভাগ সময় স্মার্টফোনের সাথে কাটিয়ে থাকেন, আর কোনো কারণে আপনার প্রশ্ন জাগে যে মুঠোফোনটি হ্যাক হয়েছে কিনা – তাহলে আপনার দুশ্চিন্তা এড়াবে আমাদের আজকের প্রতিবেদন। আসলে আজ আমরা এমন পাঁচটি জিনিসের (পড়ুন লক্ষণের) কথা বলব যেগুলি দেখলে আপনি বুঝবেন যে স্মার্টফোন হ্যাক হয়েছে বা হতে পারে।
ফোনে এই পাঁচটি লক্ষণ দেখা গেলেই সাবধান হন
১. পপআপ মেসেজ: হঠাৎ করেই ফোনে অনেক পপআপ মেসেজ আসতে শুরু করলে ধরে নিতে পারেন যে আপনার ফোন হ্যাক হয়েছে। কারণ বিজ্ঞাপন হিসাবে প্রদর্শিত এই ধরণের মেসেজ ফোনে ম্যালওয়্যার ইনস্টল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়; আর এই ম্যালওয়্যারের সাহায্যে হ্যাকাররা আপনার স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাঙ্কিং জালিয়াতির মতো ঘটনা ঘটাতে পারে।
২. অজানা নম্বর থেকে কল: যদি বারবার আপনার স্মার্টফোনে অজানা নম্বর থেকে কল আসে, তাহলে সম্ভবত সেটি হ্যাক হয়েছে। এমতাবস্থায় ফোনে ব্যাঙ্কিং ট্রানজাকশনের মত কাজ বন্ধ রাখাই ভালো। এছাড়াও এই সময় সুরক্ষিত ফোল্ডারে ফোনে থাকা ব্যক্তিগত ফাইল সরিয়ে রাখুন।
৩. ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়া: বর্তমান সময়ে বেশি ব্যবহারের কারণে ফোনের ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু যদি হঠাৎ করেই ফোনের ব্যাটারি পুরো শেষ হয়ে যেতে দেখা যায়, তাহলে? এক্ষেত্রে বলে রাখি, বিপজ্জনক অ্যাপ এবং ম্যালওয়ারের উপস্থিতির কারণে এমন ঘটতে পারে। তাই এমনটা হলে সাবধানে থাকুন।
৪. ডেটা শেষ: ব্যাটারির মত ফোনের ইন্টারনেট ডেটাও যদি দ্রুত ফুরিয়ে যায়, তাহলে বুঝবেন আপনার স্মার্টফোন হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ফোনে থাকা দূষিত অ্যাপগুলি দ্রুত ডেটা খরচ করে ফেলে।
৫. লগইন অ্যাকাউন্ট চেক: আপনি যদি আপনার স্মার্টফোনে বারবার অ্যাকাউন্ট লগইন মেসেজের নোটিফিকেশন পান, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে।