ভুলেও করোনা ভাইরাস সম্পর্কে জানতে এই সাতটি ওয়েবসাইটে যাবেন না

এইমুহূর্তে করোনা ভাইরাসের নামে সারাবিশ্বে ত্রাসের সৃষ্টি হয়েছে। তাই এখন প্রত্যেকেই ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সার্চ করে করোনা ভাইরাসের ব্যাপারে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন।…

এইমুহূর্তে করোনা ভাইরাসের নামে সারাবিশ্বে ত্রাসের সৃষ্টি হয়েছে। তাই এখন প্রত্যেকেই ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সার্চ করে করোনা ভাইরাসের ব্যাপারে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে জালিয়াতরা কিছু ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে আপনার তথ্য চুরি করার চেষ্টাও করছে।

সেকারণেই এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে যাতে যেকোন ভুয়ো ওয়েবসাইট খুলে আপনাকে বিপদে পড়তে না হয়। তাই এখানে আপনাদের আমরা কিছু ওয়েবসাইটের ব্যাপারে জানাবো যেগুলি সার্চ করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা প্রবল ।

১ . coronavirusaware.xyz

২ . coronavirusstatus.space

৩ . blogcoronaclcanalcero.digital

৪ . coronavirus.zone

৫ . coronavirus.app

৬ . coronavirus-map.com

৭ . coronavirus.healthcare

এই ওয়েবসাইটগুলো একটাও ভারত সরকারের নয় এবং এখান থেকে ভাইরাস সম্পর্কে কোনো সঠিক তথ্যও পাবেন না। এই ওয়েবসাইটগুলির একটাই লক্ষ্য, তা হল মানুষের ডেটা চুরি করা বা ডিভাইস হ্যাক করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *