স্মার্টফোন নষ্ট করে দিচ্ছে আমাদের এই খারাপ অভ্যাস, বহুদিন ফোন ভালো রাখতে আজই ত্যাগ করুন

আপনি যদি সদ্য সদ্য একটি স্মার্টফোন কিনে থাকেন তবে আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ভুল করে থাকি যা ফোনের জন্য খুবই বিপদজনক। আমাদের এই ভুলগুলি ফোনের জন্য স্লো পয়জন হিসেবে কাজ করে এবং এটি ফোনের আয়ুও কমিয়ে দেয়।

Ankita Mondal 14 Dec 2024 6:53 PM IST

এমন অনেক স্মার্টফোন প্রেমী আছেন যারা প্রায় প্রতি বছরই নতুন স্মার্টফোন কেনেন, কিন্তু এমনও অনেকে আছেন যারা একটি ফোন বহু বছর ধরে ব্যবহার করেন। যারা অনেক দিন ধরে একটি স্মার্টফোন ব্যবহার করতে চান তাদের কিন্তু ডিভাইসের যত্ন নেওয়া উচিত। পাশাপাশি একে নিরাপদে রাখাও জরুরি, কারণ এতে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যও থাকে। এই প্রতিবেদনে আমরা ফোনের যত্ন কীভাবে নেবেন সে সম্পর্কে বলবো।

মনে রাখবেন স্মার্টফোন একটি ইলেকট্রনিক ডিভাইস এবং এর জীবন আমাদের রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারের পদ্ধতির উপর নির্ভর করে। আপনি যদি চান আপনার স্মার্টফোনটি সবসময় নতুন ডিভাইসের মতো হাই স্পিড পারফরম্যান্স দিক, তাহলে আপনার কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। আসুন এই বিষয়গুলি কি কি জেনে নেওয়া যাক:

ফোন কখনই পুরোপুরি ডিসচার্জ হতে দেবেন না

অনেকে একবার ফুল চার্জ দিয়ে তারপর ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করেন। তবে ব্যাটারি কখনোই পুরোপুরি শেষ করা উচিত নয়। বারবার এমন করলে খুব তাড়াতাড়ি আপনার ফোনের ব্যাটারি লাইফ শেষ হয়ে যাবে এবং আপনাকে নতুন ব্যাটারি কিনতে হবে।

ঘন ঘন চার্জিং

স্মার্টফোন ঘনঘন চার্জ বসানোর অভ্যাস এড়িয়ে চলা উচিত। অনেক ব্যবহারকারী আছেন যারা ব্যাটারির কয়েক শতাংশ শেষ হয়ে গেলেই ফোন চার্জে লাগিয়ে দেন। কিন্ত ব্যাটারির একটি নির্দিষ্ট চার্জিং সাইকেল আছে, সেটি পূরণ হয়ে যাওয়ার পর ব্যাটারির পারফরম্যান্স খারাপ হয়ে যায়। তাই বারবার চার্জে বসানো উচিত নয়।

চার্জ দেওয়ার সময় ডেটা বা ওয়াই-ফাই অন রাখা

ফোন চার্জে দিলে প্রয়োজন না হলে ডেটা ও ওয়াই-ফাই বন্ধ রাখুন। শুধু তাই নয়, সম্ভব হলে ফ্লাইট মোডও অন করতে পারেন। এই তিনটি কাজ করার সবচেয়ে বড় সুবিধা হবে আপনার ফোনটি দ্রুত চার্জ হবে এবং এতে ওভারহিট হওয়ার কোনো সমস্যা হবে না।

অপ্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করা

কিছু অ্যাপ স্মার্টফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ব্যাংকিং অ্যাপ, রেলওয়ে রিজার্ভেশন অ্যাপ ইত্যাদি। কিন্তু কিছু মানুষ আছেন যারা প্রয়োজনের বাইরেও অ্যাপ ডাউনলোড করেন এবং তারপর এটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে বা মেমোরি কমিয়ে ফোনের উপর চাপ তৈরি করে।

একটি নিম্ন-মানের কভার ব্যবহার

স্মার্টফোনের জন্য এখন অনেক ধরনের ব্যাক এবং ফ্রন্ট কভার পাওয়া যায়। তবে ফোনের জন্য ভালো কভার ব্যবহার করা উচিত। সস্তা কভার অনেক সময় ফোনের রং নষ্ট করে। এর পাশাপাশি সস্তা কভারে ফোন থেকে নির্গত তাপ সহজে দূর হয় না। এজন্য আপনাকে অবশ্যই একটি ভালো কভার ব্যবহার করা উচিত।

Show Full Article
Next Story