চোখের পলকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেবে এই ৫টি অ্যাপ, সাবধান! আপনার ফোনে ইনস্টল নেই তো?

সময়ের সাথে স্মার্টফোন ব্যবহারের পরিধি যত বেড়েছে বা বাড়ছে, ততই সুবিধার সাথে বাড়ছে অসুবিধাও। কারণ এখন স্মার্টফোন মানেই...
Anwesha Nandi 27 Jan 2023 10:36 AM IST

সময়ের সাথে স্মার্টফোন ব্যবহারের পরিধি যত বেড়েছে বা বাড়ছে, ততই সুবিধার সাথে বাড়ছে অসুবিধাও। কারণ এখন স্মার্টফোন মানেই সব পেয়েছির দেশ; ফোন কল, মেসেজিং-চ্যাটিং, ফটোগ্রাফি এবং আরো নানা কাজের জোগানের পাশাপাশি শখের হ্যান্ডসেট হয়ে উঠেছে মিনি ব্যাঙ্কও। কিন্তু মুশকিল হচ্ছে যে, এই বিষয়টিকে কাজে লাগিয়েই বারবার স্মার্টফোন ইউজারদের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে এবং সামনে আসছে বিভিন্ন জালিয়াতির ঘটনা। বিশেষ করে ম্যালওয়্যারের মাধ্যমে ভুয়ো অ্যাপ স্মার্টফোন ইউজারদের কাছে পৌঁছে দিয়ে ব্যাঙ্কের তথ্য এমনকি টাকাও হাতিয়ে নেওয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। সেক্ষেত্রে সম্প্রতি জানা গিয়েছে যে, বাজারে আবারো একটি ম্যালওয়্যার মাথাচাড়া দিয়ে উঠেছে; এটি ইউজারদের অ্যাকাউন্ট নম্বর, লগইন আইডি ইত্যাদি ব্যাঙ্কিং তথ্য স্ক্যামারদের কাছে পাঠাচ্ছে বলে অভিযোগ।

এই ৫টি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সাবধান

স্বল্প কিছু সময় আগে এই ক্ষতিকারক ম্যালওয়্যার সম্বলিত পাঁচ-পাঁচটি অ্যান্ড্রয়েড অ্যাপের নাম সামনে এসেছে। এগুলি হল

১. File Manager Small, Lite,

২. My Finances Tracker,

৩. Zetter Authentication,

৪. Codice Fiscale 2022,

৫. Recover Audio, Images & Videos.

বুঝতেই পারছেন, নাম বদল করে থাকলেও এই অ্যাপগুলি কতটা ক্ষতিকারক! তাই আপনার ফোনে এই অ্যাপগুলি ইন্সটল করা থাকলে অবিলম্বে এগুলি ডিলিট করে দিন, নাহলে আপনার বড়সড় অসুবিধা হতে পারে। এছাড়া কোনো অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই তার রেটিং, রিভিউ এবং অন্যান্য বিবরণ পড়ে দেখুন। 

Show Full Article
Next Story