AI Model: মানুষের প্রয়োজন নেই! সেলিব্রিটি মডেল ছাড়াই এই কোম্পানির আয় হচ্ছে লাখ লাখ টাকা
বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন যে কতখানি, তা কার্যত প্রতি মুহূর্তেই আমরা টের পাই – আর সেজন্যই যতোরকমের উপার্জনের...বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন যে কতখানি, তা কার্যত প্রতি মুহূর্তেই আমরা টের পাই – আর সেজন্যই যতোরকমের উপার্জনের চেষ্টা। এদিকে, এই দুর্মূল্যের বাজারে অনেকেই আছেন, যারা হয়তো সারা বছরেও লাখ টাকা আয় করতে পারেননা, সঞ্চয় করা তো দূরের কথা! আমাদের চারপাশে এমন দৃষ্টান্ত আকছার দেখা যায়, তাই যদি এখন বলা হয় যে মনুষ্য জীবনে না থেকেও কেউ প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করছেন, তাহলে স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠতে বাধ্য!
কিন্তু আপনি বিশ্বাস না করলেও একথা সত্যি, এই সময়ে দাঁড়িয়ে এমনও কেউ আছেন যাঁর নিজের রোজগার স্পর্শ করার জন্য শরীরে প্রাণ নেই, অথচ তিনি প্রতি মাসে ৯ লাখ টাকা করে উপার্জন করছেন। না, এ কোনো মৃত ব্যক্তির গল্প নয়, বরঞ্চ আজ আমরা এখানে বলছি একটি AI মডেলের কথা।
শুধুমাত্র এক AI মডেলেরই মাসিক আয় ৯ লাখ টাকার বেশি
জানিয়ে রাখি, বার্সেলোনার বিখ্যাত স্প্যানিশ মডেলিং এজেন্সি দ্য ক্লুলেস (The Clueless), আইটানা লোপেজ (Aitana Lopez) নামের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই মডেল প্রস্তুত করেছে যা শিল্পে আলোড়ন সৃষ্টি করেছে। আর ইউরোনিউজের রিপোর্ট অনুযায়ী, মানুষের বানানো এই ইটানা লোপেজ এআই মডেলটিই প্রতি মাসে ১০,০০০ ইউরো অর্থাৎ প্রায় ৯,১৩,১৮০ টাকা আয় করছে।
ইটানা লোপেজের ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে এই মুহূর্তে ১,৪৩,০০০ সংখ্যক ফলোয়ার রয়েছে, যেখানে এর ইনস্টাগ্রাম ফিডে ৫৬টি ছবি (ককটেল পার্টি, জিম ইত্যাদির) রয়েছে।
যেহেতু বাজারে এই ধরনের এআই মডেলের চাহিদা দ্রুত বাড়ছে, সেই চাহিদা থেকেই ইটানা মানুষ না হয়েও তার লাখ লাখ টাকা আয় হচ্ছে বলে মনে হচ্ছে।
উল্লেখ্য, এই মডেলটি তৈরি করেছেন রুবেন ক্রুজ। তিনি জানিয়েছেন যে সংস্থাটি, মডেলের পেশায় থাকা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের জ্বালায় বিরক্ত হয়ে শেষমেশ এআইয়ের সাহায্য নেয়। এতে তাদের কাজে প্রভাব পড়েনা, কারণ এআই মডেল, মানুষ মডেলের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যস্ত থাকেনা এবং সেলিব্রিটিদের খেয়াল-খুশি সহ্য করতে হয়না।