দেখলেই কেনার ইচ্ছা জাগবে, এই কাস্টম Royal Enfield থেকে চোখ ফেরানো মুশকিল
মোটরসাইকেল কাস্টমাইজ করার সুবিধার জন্য বাজারে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর মডেলগুলির জনপ্রিয়তা সর্বাধিক। কারণ...মোটরসাইকেল কাস্টমাইজ করার সুবিধার জন্য বাজারে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর মডেলগুলির জনপ্রিয়তা সর্বাধিক। কারণ এগুলি মডিফাই করা সবচেয়ে সহজ এবং এতে যে কোনো বডি স্টাইল ফুটিয়ে তোলা যায়। এবারে যেমন একটি Royal Enfield Classic 500-এর রূপ বদলে রেট্রো স্টাইল দেওয়া হল। উল্লেখ্য, ২০২০-তে Classic 500-এর বিক্রি বন্ধ করে দিয়েছিল চেন্নাইয়ের সংস্থাটি।
Royal Enfield Classic 500-কে মডিফাই করে রেট্রো লুক দেওয়া হল
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৫০০ এর রূপ পরিবর্তনের কাজটি করেছে এইমর কাস্টমস (Eimor Customs)। তাদের দাবি, মডিফায়েড মোটরসাইকেলটিকে দেখতে দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে যেন, বিদ্যুৎ খেলে যাচ্ছে। তাই এর নামকরণ করা হয়েছে – বিজলি। সংস্থাটি মোটরসাইকেলটির ডিজাইনে অসংখ্য বদল ঘটিয়েছে, যাতে ভিড়ের মধ্যে থেকেও যেন এটিকে আলাদাভাবে চিনে নেওয়া যায়।
বিজলি-র হার্ডওয়্যারে পরিবর্তন
হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে মোটরসাইকেলটি পেছনে একটি ১৫ ইঞ্চি রিম এবং একটি ১৪০ সেকশন টায়ার সমেত হাজির হয়েছে। নতুন ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যার ধারণ ক্ষমতা ১৪ লিটার। নতুন ব্র্যাকেটের মাধ্যমে সামনের মাডগার্ড সংযুক্ত। যা মোটা ধাতব পাত দ্বারা নির্মিত।
Classic 500-এ রেট্রো লুক সুস্পষ্ট করতে এতে ট্যান ব্রাউন কালারের সিট দেওয়া হয়েছে। স্প্লিট সিট সেটআপের সাথে এসেছে এটি। পেছনের সিটটি খুলে রাখা যায়। আবার সিটের কালারের সাথে মিল রেখে গ্রিপ নজরে পড়েছে। বাঁ দিকের টুল বক্সের সাথে ভোল্ট মিটার দেওয়া হয়েছে। আবার রিয়ার নাম্বার প্লেটের অবস্থানেও পরিবর্তন ঘটানো হয়েছে।
বিজলিতে থ্রি-টোন পেইন্ট স্কিম দেওয়া হয়েছে। যেমন – গ্রে, ব্ল্যাক এবং ডিপ রেড। মোটরসাইকেলটির নাম ফুয়েল ট্যাঙ্কে লেখা রয়েছে। নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথেই দেওয়া হয়েছে মোটো টর্ক মেগাফোন এগজস্ট।