Phone Crash: নষ্ট হয়ে যাচ্ছে স্মার্টফোন, আপনার ফোনে এই অ্যাপ নেই তো

ফোন মানেই এখন বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আঙুলের ডগায় থাকা – বলতে গেলে গাদাগুচ্ছের অ্যাপ ছাড়া স্মার্টফোন এবং তার ইউজারদের...
Anwesha Nandi 2 Nov 2023 12:55 PM IST

ফোন মানেই এখন বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আঙুলের ডগায় থাকা – বলতে গেলে গাদাগুচ্ছের অ্যাপ ছাড়া স্মার্টফোন এবং তার ইউজারদের দিন অচল! আর বাজারের এই চাহিদা দেখে প্রায়ই কোনো না কোনো নতুন অ্যাপ লঞ্চ হচ্ছে, এমনকি সরকারও এখন কিছু কিছু মোবাইল অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট পরিষেবা দিয়ে থাকে। তবে স্মার্টফোনে অ্যাপ্লিকেশন ইন্সটল করা নিয়েও মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে, ভুয়ো-ম্যালিশিয়াস অ্যাপ সম্পর্কে ইউজারদের বারবার সচেতন করা হচ্ছে। তবে হালফিলে প্রযুক্তি জগতে এমন একটি নতুন অ্যাপ আবির্ভূত হয়েছে, যা স্মার্টফোন ব্যবহারকারীদের বড় মাথাব্যথার (পড়ুন ক্ষতির) কারণ হতে পারে। ব্লিপিং কম্পিউটার (Bleeping computer)-এর রিপোর্ট থেকে 'Bluetooth-LE-Spam' নামে একটি দূষিত অ্যাপের কথা জানা গিয়েছে, যা ব্লুটুথ প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কারো স্মার্টফোনটিকে কার্যত অকেজো করে দিতে পারে৷
চলুন, সাবধান থাকতে এখন Bluetooth-LE-Spam অ্যাপের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই।

অস্বস্তির আরেক নাম Bluetooth-LE-Spam অ্যাপ!

সম্প্রতি এক সফ্টওয়্যার ডেভেলপার ব্লুটুথ-এলই-স্প্যাম অ্যাপের ধারণা অ্যান্ড্রয়েড (Android) প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। এটি হ্যাকারদের আইফোন (iPhone) এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের ব্যবহারকারীকে অবিচ্ছিন্নভাবে
ইয়ারবাড জাতীয় আনুষাঙ্গিকের নামে ব্লুটুথ পপ-আপ নোটিফিকেশন পাঠানোর ক্ষমতা রাখে এবং সেগুলির সাথে এক সেকেন্ডের মধ্যে কানেক্ট হওয়ার চেষ্টা করে। কেউ একবার অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপটি ইনস্টল করলে এটি 'ফাস্ট পেয়ার' হিসেবে কাজ করার ভান করে এবং প্রয়োজন ছাড়াই ফোনের ইয়ারবাডের মতো জিনিসের সংযোগ স্থাপন সহজ করে তোলে৷

উল্লেখ্য, এই মুহূর্তে Bluetooth-LE-Spam অ্যাপটি চালু হয়নি, এটি এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে; ফলত একে নিয়ে এখনই বড় সমস্যা নেই। তবে ইতিমধ্যেই এর কার্যকারিতা অনেকের কপালে ভাঁজ ফেলেছে! জানা গিয়েছে যে, এটি ভুয়ো কানেকশন স্থাপনের পাশাপাশি কম্পিউটার মাউস এবং কীবোর্ডের মতো ডিভাইসগুলির কাজ করা বন্ধ করে দিতে পারে। যদিও অ্যাপটি শুধুমাত্র তখনই কাজ করে যখন এটি আপনার ফোনের খুব কাছাকাছি থাকে।

যাইহোক Bluetooth-LE-Spam এই মুহূর্তে উপলব্ধ না হলেও অ্যাপটি অদূর ভবিষ্যতে যে ফাঁদ পাতবেনা, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না! বরঞ্চ এটি আমাদের মনে করিয়ে দেয় যে, এই ডিজিটাল বিশ্বে নিরাপত্তায় কতটা ঝুঁকি রয়েছে। তাই এই ধরনের আক্রমণ থেকে নিজের ফোন রক্ষা করতে সজাগ থাকতে হবে, এর জন্য আপনি সেটিংসে গিয়ে 'নিয়ারবাই শেয়ার' (Nearby Share) অপশনটি বন্ধ করে দিতে পারেন।

Show Full Article
Next Story