নতুন এই কৌশলে বাড়বে ফোনের ব্যাটারি ক্ষমতা, দাবি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকের

প্রযুক্তির ওপর আমাদের নির্ভরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। হাতের স্মার্টফোন থেকে শুরু করে, চলার প্রতিটি পদক্ষেপে একাধিক ইলেকট্রনিক গ্যাজেটের ওপর আমরা নির্ভরশীল। গ্যাজেট নির্ভরতার সাথেই আসে…

প্রযুক্তির ওপর আমাদের নির্ভরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। হাতের স্মার্টফোন থেকে শুরু করে, চলার প্রতিটি পদক্ষেপে একাধিক ইলেকট্রনিক গ্যাজেটের ওপর আমরা নির্ভরশীল। গ্যাজেট নির্ভরতার সাথেই আসে তার ব্যাটারি ক্ষমতার প্রশ্ন। ব্যাটারিযুক্ত যে কোন ডিভাইসের ক্ষেত্রে ক্রেতার চাহিদা উচ্চ ব্যাটারি ব্যাকআপ। কিভাবে বিভিন্ন যন্ত্রাংশের ব্যাটারি ক্ষমতাকে আরো বাড়িয়ে তোলা যায়, সে বিষয়ে বিশ্বজুড়েই নানান গবেষণা চলছে। এবার, Yang Yang নামক এক গবেষকের হাত ধরে সেই গবেষণায় একটি বড় সাফল্য আসতে পারে বলে শোনা যাচ্ছে। গবেষণা সফল হলে রিচার্জযোগ্য লিথিয়াম – আয়ন ব্যাটারির ধারণক্ষমতা এবং জীবনীশক্তি অনেকটা বৃদ্ধি পাবে বলে গবেষক জানিয়েছেন।

Yang Yang সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। তিনি দীর্ঘদিন ধরে ব্যাটারির ওপর কাজ করছেন। সাম্প্রতিক গবেষণায় তিনি ব্যাটারির অন্তর্গঠনে কিছু বদল এনে তারা কার্যকারিতাকে আরো বাড়িয়ে তোলার ব্যাপারে আশাবাদী। অ্যানোডের ওপরে একটি মিশ্র ধাতুর পাতলা পর্দা যোগ করে তিনি ব্যাটারির অভ্যন্তরীণ গঠনে পরিবর্তন আনতে চান। এক্ষেত্রে তিনি কপার ও টিনের মিশ্রণকে ব্যবহার করতে চান।

অতি সম্প্রতি একটি স্টাডিতে যে কোন ব্যাটারির ক্ষমতা বৃদ্ধির উপরোক্ত গবেষণাটির সম্পর্কে আলোকপাত করা হয়েছে। Advance Materials Journal -এও এই সংক্রান্ত একটি লেখা প্রকাশিত হয়।

যে কোন ব্যাটারিতে তড়িৎপ্রবাহের উৎস অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন সঞ্চারণ। Yang এর বক্তব্য, তার গবেষণার ফলে অ্যানোডের ক্ষয়ের হার প্রায় ১০০০ শতাংশ কমিয়ে আনা যাবে। সেজন্য কপার ও টিন মিশ্রিত একটি পাতলা পর্দা ব্যবহার করা হবে, যার ফলে আরো উন্নতমানের ব্যাটারি তৈরী করা সম্ভব হবে।

কপার আর টিনের মিশ্রণের ব্যবহার ব্যাটারি ক্ষমতাকে আরো বাড়িয়ে দেবে বলে Yang দাবী করেন। এইভাবে বিভিন্ন ধাতুসংকরের বিশেষ গঠনকে কাজে লাগিয়ে স্মার্টফোন থেকে শুরু করে বড় বড় গাড়ির ব্যাটারির ক্ষমতাও বৃদ্ধি করা যাবে বলে Yang এর দাবী।