Microsoft Windows: বিপদে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীরা, রেড অ্যালার্ট জারি সরকারের

আবারও একটি বড়ো হুমকির মুখে পড়েছেন Microsoft Windows ব্যবহারকারীরা। সম্প্রতি সরকারি সংস্থা CRET-In অর্থাৎ ইন্ডিয়ান...
techgup 18 May 2024 8:19 PM IST

আবারও একটি বড়ো হুমকির মুখে পড়েছেন Microsoft Windows ব্যবহারকারীরা। সম্প্রতি সরকারি সংস্থা CRET-In অর্থাৎ ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম Microsoft Windows ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। Microsoft Windows ব্যবহারকারী ছাড়াও সংস্থার অন্যান্য প্রোডাক্ট ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। CRET-In-এর মতে Microsoft Office, Microsoft Developer Tool, Microsoft Azure, Microsoft Dynamics, Bing Browser এবং Microsoft App-এও এই দুর্বলতা লক্ষ্য করা গেছে।

CRET-In আরো জানিয়েছে যে, হ্যাকাররা এই দুর্বলতার মাধ্যমে সহজেই Microsoft প্রোডাক্টগুলির ব্যবহারকারীদের সংবেদনশীল ডেটা চুরি করতে সক্ষম। এছাড়াও, এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা সিকিওরিটি কন্ট্রোল বাইপাস এবং দূর থেকে কোড পাঠানোর মতো কাজগুলিও করতে পারে।

CRET-In-এর মতে সমস্যাগুলি ব্যবহারকারীদের ব্যাপক ক্ষতি করতে পারে। কারণ, এর মাধ্যমে হ্যাকাররা কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাওয়ার ফলে তারা সহজেই ব্যবহারকারীর সংবেদনশীল ডেটা এবং অর্থ চুরি করতে পারে।

কিভাবে নিরাপদে থাকবেন?

১) নির্দিষ্ট সময় অন্তর ডিভাইসের অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন আপডেট করুন।

২) সমস্ত অ্যাকাউন্টের জন্য একটি অনন্য পাসওয়ার্ড নির্বাচন করুন এবং কিছু সময় অন্তর সেটি পরিবর্তন করতে থাকুন। এছাড়াও, সহজ পাসওয়ার্ড রাখা এড়িয়ে চলুন, কারণ হ্যাকাররা সহজেই এগুলি ক্র্যাক করতে পারে।

৩) ডিভাইসের নিরাপত্তা বৃদ্ধি করতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাকটিভ করুন।

৪) অচেনা সোর্স থেকে আসা ইমেইল বা ইমেলে স্থিত লিঙ্কে কখনোই ক্লিক করবেন না

৫) কম্পিউটার এবং ল্যাপটপ সুরক্ষিত রাখতে আপডেট করা অ্যান্টিভাইরাস ইনস্টল করুন। কারণ, এগুলি সিস্টেমে উপস্থিত ম্যালওয়্যার শনাক্ত এবং অপসারণ করতে সক্ষম।

Show Full Article
Next Story