ডেটিংয়ের মজা দ্বিগুণ, অডিও ও ভিডিও চ্যাট ফিচার আনছে Tinder

অতিমারির প্রকোপ মানুষের মধ্যে পারস্পরিক ব্যবধান বাড়িয়ে দিয়েছে। উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে আমরা একত্রে মিলিত হওয়া ছেড়েছি। অথচ পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে বেড়েছে…

অতিমারির প্রকোপ মানুষের মধ্যে পারস্পরিক ব্যবধান বাড়িয়ে দিয়েছে। উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে আমরা একত্রে মিলিত হওয়া ছেড়েছি। অথচ পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মানসিক চাপ, বেড়েছে নিঃসঙ্গতা। আবার একাকীত্ব কাটাতে চেয়ে মানুষ যে ডেটিং অ্যাপের শরণাপন্ন হবে, তারও পরিসর কমেছে! করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনলাইন ডেটিং মাধ্যমগুলির ব্যবসা। আর এই ক্ষতির মুখ থেকে ঘুরে দাঁড়াতেই অন্যতম জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার (Tinder) এবার তাদের পরিষেবায় বেশ কিছু বদল আনতে চলেছে। নিজেদের অ্যাপ্লিকেশনে অডিও ও ভিডিও চ্যাটের মতো ফিচার যোগ করে সংস্থাটি অতিমারি-পরিস্থিতিতেও অনলাইন ডেটিংয়ের প্রতি মানুষকে আকর্ষণ বাড়িয়ে তুলতে চাইছে।

Tinder আনছে অডিও ও ভিডিও চ্যাট

চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে নিজেদের ব্যবসার গতিপ্রকৃতি বিশ্লেষণের পরেই টিন্ডার কর্তৃপক্ষ অ্যাপে কিছু বদল আনার কথা চিন্তা করছেন। এক্ষেত্রে প্রথমে অডিও এবং তারপর ভিডিও চ্যাটিংয়ের সুবিধা যোগ করে জনতাকে অ্যাপ্লিকেশন ব্যবহারে উৎসাহিত করা হবে। একই ধারাবাহিকতায় আগামী দিনে অ্যাপ্লিকেশনে গ্রুপ লাইভ ভিডিও সহ আরে কিছু চমৎকার ফিচার যোগ করা হবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

TechCrunch এর প্রতিবেদন থেকে Tinder অ্যাপ্লিকেশনের মালিক সংস্থা, Match Group এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আঁচ পাওয়া গেছে।Okcupid প্ল্যাটফর্মে বিনিয়েগকারী হিসেবেও এই Match Group আমাদের পরিচিত। অ্যাপ্লিকেশনে অডিও ও ভিডিও চ্যাটিংয়ের পরিষেবা যোগ করার জন্য যে প্রযুক্তি দরকার, তার জন্য সংস্থাটি নিজেদের নয়া প্রতিষ্ঠান হাইপারকানেক্টের (HyperConnect) উপরে নির্ভর করবে বলে Match Group এর সিইও স্টার দুবে (Star Dubey) জানিয়েছেন।

এআর (AR) ফিচার, সেল্ফ এক্সপ্রেশন টুল, কনভার্সেশনাল এআই (Conversational AI) সহ অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্যে অনলাইন সাক্ষাৎ এবং যোগাযোগকে যে অনেকটাই আকর্ষণীয় করে তোলা সম্ভব, Tinder এর বিনিয়োগকারীরা সেই বিষয়ে অনেকটাই নিশ্চিত। এভাবে দুটি মানুষ আরো ভালোভাবে একে অন্যকে বুঝতে সক্ষম হবে, যার ফলশ্রুতি হিসেবে বাড়বে সম্পর্কের গভীরতা। ফলে প্রিয় মানুষের সাথে সংযোগের সেতুকে পোক্ত করতেই যে তাদের যাবতীয় উদ্যোগ, Match Group এর কর্ত্রী স্টার দুবে সেকথা মনে করিয়ে দিতে ভোলেননি।

সংক্রামক ভাইরাসের কারণে আমাদের জীবনে যে অচলাবস্থা তৈরী হয়েছে তা হয়তো সাময়িক। অতিমারির ভয় স’রে গেলে অন্য সমস্ত ক্ষেত্রেও মতো অনলাইন ডেটিংয়ের মজাও দ্বিগুণ হয়ে ফিরে আসবে বলে আশা করা যায়। কিন্তু ততদিন? ততদিন Tinder এর আসন্ন ফিচার বন্ধুতাকাঙ্ক্ষী যুবক-যুবতীদের মেলবন্ধনকে টিকিয়ে রাখবে। অডিও ও ভিডিও চ্যাটের মতো পরিষেবা তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরীর সম্ভাবনাকে নির্মূল করবে। চলতি বছরের মধ্যেই Tinder ব্যবহারকারীরা উপরোক্ত ফিচারগুলির সুবিধা উপভোগ করতে পারবেন বলে আমাদের অনুমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন