Hero Splendor থেকে Bajaj Pulsar, গত মাসে ভারতে সর্বাধিক বিক্রিত বাইক-স্কুটারের লিস্ট
২০২৩-এর ফেব্রুয়ারি ভারতের টু-হুইলারের বাজারে বেশ কিছু টু-হুইলারের বিক্রি বাড়লেও, কয়েকটির বেচাকেনা কমতেও দেখা গিয়েছে।...২০২৩-এর ফেব্রুয়ারি ভারতের টু-হুইলারের বাজারে বেশ কিছু টু-হুইলারের বিক্রি বাড়লেও, কয়েকটির বেচাকেনা কমতেও দেখা গিয়েছে। তবে বরাবরের মতো তালিকার শীর্ষস্থানে উজ্জ্বল নক্ষত্র হয়ে অধিষ্ঠান করছে Hero Splendor। এই সিরিজের বাইকগুলি গেল মাসে বিক্রির হয়েছে ২,৮৮,৬০৫ ইউনিট। তুলনাস্বরূপ ২০২২-এর ফেব্রুয়ারিতে বেচাকেনার পরিমাণ ১,৯৩,৭৩১ থাকায়, আগের মাসের বিক্রিতে ৪৮.৯% উত্থান ঘটেছে।
Honda Activa তালিকার দ্বিতীয় স্থান অর্জন করেছে
তালিকার দ্বিতীয় স্থানে Honda Activa-র নাম। বর্তমানে দেশের বেস্ট সেলিং স্কুটারটি গত মাসে মোট ১,৭৪,৫০৩ নতুন ক্রেতার মুখ দেখেছে। যেখানে এক বছর আগে ওইসময়ে স্কুটারটি ১,৪৫,৩১৭ ইউনিট বিক্রি হওয়ায় ফেব্রুয়ারি, ২০২৩-এর বেচাকেনায় ২০% উত্থান ঘটতে দেখা গেছে। Bajaj Pulsar সিরিজ ৮০,১০৬ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার তৃতীয় স্থান দখল করেছে। যেখানে অতি জনপ্রিয় স্পোর্টস বাইকটি আগের বছর দ্বিতীয় মাসে বেচাকেনা হয়েছিল ৫৪,৯৫১ ইউনিট।
Hero HF Deluxe চতুর্থ স্থানে উঠে এসেছে
চতুর্থ স্থানে উঠে এসেছে Hero HF Deluxe-এর নাম। আগের মাসে মোট ৫৬,২৯০ ক্রেতার হাতে বাইকের চাবি তুলে দিতে পেরেছে হিরো। ২০২২-এর ওই সময়ে এটি ৭৫,৯২৭ ইউনিট বিক্রি হয়েছিল। পরের স্থান দখল করেছে TVS Jupiter। স্কুটারটি গেল মাসে মোট ৫৩,৮৯১ গ্রাহকের গ্যারেজে নিজের জায়গা স্থায়ী করেছে।
তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে Suzuki Access-এর নাম। গত মাসে স্কুটারটি ৪০,১৯৪ ইউনিট বিক্রি হলেও আগের বছরের ফেব্রুয়ারির (৩৭,৫১২ ইউনিট) তুলনায় বেচাকেনার হারে ৭.১% শতাংশ অগ্রগতি ঘটেছে। সাত নম্বরে জায়গা করে নিয়েছে Honda Shine। ফেব্রুয়ারি ২০২৩-এ মোট ৩৫,৫৯৪ ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে কমিউটার বাইকটি। যেখানে এক বছর আগে এর বিক্রির পরিমাণ ৮১,৭০০ ইউনিট থাকায় গেল মাসের বেচাকেনায় ৫৬.৪ শতাংশ ভাটা দেখেছে হোন্ডা।
এর পরের স্থান অর্থাৎ আট নম্বরে জায়গা পেয়েছে TVS XL 100। এটি ৩৫,৩৪৬ জন নতুন গ্রাহকের সন্ধান পেয়েছে। তালিকার নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে TVS Apache ও TVS Raider। চলতি বছরের দ্বিতীয় মাসে মোটরসাইকেল দুটির বিক্রির অঙ্ক ছিল যথাক্রমে ৩৪,৯৩৫ ও ৩০,৩৪৬ ইউনিট।