Bajaj Pulsar এর চাহিদা চোখে পড়ার মতো, অক্টোবরের সুপারহিট বাইক-স্কুটারের তালিকা দেখে নিন

ভারতে প্রতি মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ Hero Splendor বাড়ি নিয়ে আসেন। অক্টোবরের প্রকাশিত পরিসংখ্যানের চিত্রটিও একই।...
SUMAN 17 Nov 2022 1:37 PM IST

ভারতে প্রতি মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ Hero Splendor বাড়ি নিয়ে আসেন। অক্টোবরের প্রকাশিত পরিসংখ্যানের চিত্রটিও একই। প্রতিবারের ন্যায় এবারেও নিজের বিক্রি দিয়ে সকলকে পরাস্ত করে তালিকার শীর্ষস্থান দখল করেছে Splendor সিরিজের মোটরসাইকেলগুলি। গত মাসে এদের বেচাকেনা হয়েছে মোট ২,৬১,৭২১ ইউনিট। তবে গত বছর ওই মাসে বেচাকেনা সামান্য বেশি (২,৬৭,৮২১) ছিল। ফলে এবারের বিক্রিতে ২.২% পতন দেখা গিয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশের দীর্ঘদিনের বেস্ট-সেলিং স্কুটার Honda Activa। গত মাসে মোট ২,১০,৬২৩ জন নতুন ক্রেতার মুখ দেখেছে এটি। তিন নম্বরে জায়গা করে নিয়েছে Honda CB Shine। এ বছর অক্টোবরে এটি ১,৩০,৯১৬ ইউনিট বিক্রি হয়েছে। আবার চিরকালের প্রতিপক্ষ TVS Apache-কে পেছনে ফেলে তালিকার চতুর্থ স্থানের দখলদার Bajaj Pulsar সিরিজ। আগের বছর অক্টোবরে ৮৬,৫০০ ইউনিট বিক্রির চাইতে এবারে বেচাকেনা বৃদ্ধি পেয়ে ১,১৩,৮৭০ ইউনিটে পৌঁছেছে। ফলে এবারে বিক্রি বৃদ্ধির শতকরা হার ৩১.৬%।

পাঁচ নম্বরে রয়েছে Hero HF Deluxe। গেল মাসে মোট ৭৮,০৭৬ জন ক্রেতার হাতে এর চাবি তুলে দিয়েছে হিরো। তবে আগের বছরের ওই সময়ের চাইতে এবারে বিক্রিতে ৫২.৪% পতন ঘটেছে। তালিকার ষষ্ঠ স্থান দখল করেছে Honda Activa-র প্রতিদ্বন্দ্বী TVS Jupiter। গতমাসে এটি ৭৭,০৪২ ইউনিট বিক্রিবাটা হয়েছে।

সপ্তম স্থানটি দখল করেছে বাজাজের অন্যতম কমিউটার বাইক Bajaj Platina। গেল মাসে মোট ৫৭,৮৪২ জন গ্রাহক বাড়ি নিয়ে এসেছেন মোটরসাইকেলটি। আট নম্বরে রয়েছে Suzuki Access। গত মাসে এটি বিক্রি হয়েছে ৪৯,১৯২টি। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে TVS XL100 ও TVS Apache। গেল মাসে এদের বেচাকেনার পরিমাণ ছিল যথাক্রমে ৪৪,৬৩৮ ও ৪০,৯৮৮।

Show Full Article
Next Story