IPL থেকে BJP, 2024 সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে এই 10 কীওয়ার্ড

2024 সালে এই কীওয়ার্ড সবচেয়ে বেশি গুগলে সার্চ হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিজেপি, 2024 সালে ভারতে সর্বাধিক অনুসন্ধান করা কীওয়ার্ডগুলির মধ্যে অন্যতম, যা প্রকাশ করে যে ভারতীয়দের ক্রিকেট এবং রাজনীতির প্রতি অধিক আগ্রহ আছে।

Puja Mondal 11 Dec 2024 2:06 PM IST

যখনই আমাদের কোন কিছু সম্পর্কে জানতে হয় বা তখনই আমাদের গুগলের কথা মনে পড়ে যায়। আর তার যথাযথ উত্তর দিয়ে যায় গুগল। চলতি বছরে ভারতে সবচেয়ে বেশি সার্চ করা বিষয়ের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে গুগল। এই তালিকার মাধ্যমে মানুষের বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহের কথা জানা গেছে। 2024 সালে মানুষ ক্রিকেট নিয়ে ব্যাপক সার্চ করেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। অনেকে নির্বাচনের ফলাফল জানতেও গুগলের উপর ভরসা দেখিয়েছে। তালিকায় ভারতীয় জনতা পার্টি এবং "ইলেকশন রেজাল্ট 2024" তৃতীয় এবং চতুর্থ সর্বাধিক সার্চ করা শব্দ হিসেবে অবস্থান করছে। শীর্ষ পাঁচ শব্দের মধ্যে 2024 সালের অলিম্পিকও অন্তর্ভুক্ত আছে।

2024 সালে এই কীওয়ার্ড সবচেয়ে বেশি গুগলে সার্চ হয়েছে

গুগলের প্রকাশিত রিপোর্ট অনুসারে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিজেপি, 2024 সালে ভারতে সর্বাধিক অনুসন্ধান করা কীওয়ার্ডগুলির মধ্যে অন্যতম, যা প্রকাশ করে যে ভারতীয়দের ক্রিকেট এবং রাজনীতির প্রতি অধিক আগ্রহ আছে।

আইপিএল ফাইনাল ম্যাচের ঠিক আগে, 12 এবং 18 মে, "ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ" কীওয়ার্ডটি সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। এছাড়া ভারতীয়রা "টি-টোয়েন্টি বিশ্বকাপ" গুগলে সার্চ করেছেন, যা ভারত থেকে 2024 সালে সামগ্রিক গুগল সার্চের ডেটায় দ্বিতীয় স্থানে রয়েছে।

রাজনীতিতে সবচেয়ে বেশি সার্চ করা কীওয়ার্ড "ভারতীয় জনতা পার্টি", যার সার্চের পরিমাণ 2 থেকে 8 জুনের মধ্যে ব্যাপক পরিমাণ বেড়েছিল। "ইলেকশন রেজাল্ট 2024" হল আরেকটি জনপ্রিয় কীওয়ার্ড, যা এই বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দগুলির মধ্যে চতুর্থ স্থানে আছে।

প্যারিস অলিম্পিক 2024, প্রো কবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগও নিয়েও এই বছর প্রচুর সার্চ হয়েছে, যা দেখায় যে ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার প্রতি ভারতীয়দের আগ্রহ বাড়ছে।

ভারতীয়দের মধ্যে পরিবেশগত ও আবহাওয়া সংক্রান্ত চিন্তাও বেশি, কারণ ২০২৪ সালে "অত্যাধিক তাপ" কীওয়ার্ডও অনেক সার্চ হয়েছে।

গুগলে সর্বাধিক সার্চ করা শীর্ষ 10 টি কীওয়ার্ডের তালিকা:

1. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)

2. টি-টোয়েন্টি বিশ্বকাপ

3. ভারতীয় জনতা পার্টি

4. নির্বাচনের ফলাফল ২০২৪

5. অলিম্পিক ২০২৪

6. আবহাওয়া ও তাপমাত্রা

7. রতন টাটা

8. ভারতীয় জাতীয় কংগ্রেস

9. প্রো কাবাডি লিগ

10. ইন্ডিয়ান সুপার লিগ

আমরা অনেকেই বিভিন্ন শব্দের অর্থ জানার জন্য গুগল সার্চ ব্যবহার করে থাকি। এ বছর ভারতীয়রা 'অল আইজ অন রাফা', 'আকায়ে', 'সার্ভিকাল ক্যানসার', 'তাওয়াইফ' এবং 'ডেমুর' শব্দগুলি খুঁজেছেন।

ভারতে সবচেয়ে বেশি খোঁজা 10 সিনেমা

1. স্ত্রী 2

2. কল্কি

3. 12th Fail

4. দ্য মিসিং লেডিস

5. হনু-মানা

6. মহারাজা

7. মঞ্জুম্মেল বয়েজ

8. দ্য গ্রেটেস্ট অব অল টাইম

9. সালার

10. আবেশম

সিনেমা ছাড়াও 'হীরামান্ডি', 'মির্জাপুর', 'দ্য লাস্ট অফ আস', 'বিগ বস 17', 'পঞ্চায়েত'-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ ও টিভি শোও সার্চ করা হয়েছে।

ঘুরতে যাওয়ার কথা বললে এই জায়গাগুলি সম্পর্কে লোকেরা সবচেয়ে বেশি কৌতূহল দেখিয়েছেন:

1. আজারবাইজান

2. বালি

3. মানালি

3. কাজাখস্তান

5. জয়পুর

6. জর্জিয়া

7. মালয়েশিয়া

8. অযোধ্যা

9. কাশ্মীর

10. দক্ষিণ গোয়া

এছাড়াও অনেকে রেসিপি সার্চ করেছেন, বিশেষ করে আমের আচার, কাঞ্জি, চরণমৃত, ধনেপাঁয়া, উগাদি পচাদি এবং শঙ্করপালি।

Show Full Article
Next Story