Honda Unicorn এর বিপুল চাহিদা, Splendor রাজ অব্যাহত, দেশের সুপারহিট বাইক এগুলি

ডিসেম্বরের মাঝামাঝিতে প্রকাশিত হল আগের মাসে এদেশে সর্বাধিক বিক্রিত দশটি টু-হুইলারের তালিকা। যেখানে দেখা গেছে, প্রতিবারের মতো নভেম্বরেও সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় বেছে নিয়েছেন Hero…

ডিসেম্বরের মাঝামাঝিতে প্রকাশিত হল আগের মাসে এদেশে সর্বাধিক বিক্রিত দশটি টু-হুইলারের তালিকা। যেখানে দেখা গেছে, প্রতিবারের মতো নভেম্বরেও সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় বেছে নিয়েছেন Hero Splendor। গত মাসে স্প্লেন্ডর সিরিজের বাইকগুলি মোট ২,৬৫,৫৮৮ জন ক্রেতার মুখ দেখেছে। আগের বছর নভেম্বরে যেই সংখ্যাটি ছিল ১,৯২,৪৯০। ফলে এবারের বিক্রিতে ৩৭.৯% উত্থান ঘটেছে।

দীর্ঘদিন ধরেই তালিকার দ্বিতীয় স্থানটি পাকাপাকি ভাবে দখল করেছে Honda Activa। গত মাসে এটি মোট ১,৭৫,০৮৪ জন ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। আগের বছরের ওই সময়ে বেচাকেনার পরিমাণ ১,২৪,০৮২ থাকায় এবারের বিক্রিতে ৪১.১% শতাংশ অগ্রগতি চোখে পড়েছে। তৃতীয় স্থানের দখলদার Honda CB Shine। গত মাসে এটি মোট ১,১৪,৯৬৫ ইউনিট বিক্রি হয়েছে।

এ বছর নভেম্বরে ৭২,৭৩৫ ইউনিট বিক্রির ফলে তালিকার চতুর্থ স্থান দখল করেছে Bajaj Pulsar। গত মাসের চাইতে আগের বছর নভেম্বরে এই সিরিজের বাইকের বেচাকেনার পরিমাণ ৬১,৯১৩ ইউনিট থাকায়, এবারের বিক্রিতে ১৭.৪% অগ্রগতি ঘটেছে। তালিকার পাঁচ নম্বরে জায়গা পেয়েছে Hero HF Deluxe। আগের মাসে এটি বিক্রি হয়েছে ৬৫,০৭৪ ইউনিট।

এরপর রয়েছে Suzuki Access। গত মাসে মোট ৪৮,১১৩ জন ক্রেতার হদিশ পেয়েছে স্কুটারটি। সপ্তম স্থানে জায়গা পেয়েছে TVS Jupiter। গত মাসে মোট ৪৭,৪২২ জন ক্রেতার হাতে স্কুটারের চাবি তুলে দিয়েছে টিভিএস। ৩৪,৪৬৫ ইউনিট বেচাকেনার মাধ্যমে আট নম্বরে রয়েছে TVS XL 100। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Bajaj Platina ও Honda CB Unicorn। নভেম্বরে এদের বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ৩৩,৭০২ ও ২৮,৭২৯ ইউনিট। উল্লেখ্য, শতাংশের বিচারে ২০২১-এর নভেম্বরের তুলনায় বিক্রিতে সর্বাধিক অগ্রগতির সাক্ষী হোন্ডা ইউনিকর্ন। বাইকটির বিক্রিবাটা ৮৪.৬ শতাংশ বেড়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন