বাজেট ও মিড-রেঞ্জে Vivo-র সেরা দশটি স্মার্টফোন দেখে নিন, এখন কিনলে পাবেন আকর্ষণীয় অফার

ই-কমার্স জায়ান্ট Amazon এবং Flipkart একের পর এক বিভিন্ন সেলের আয়োজন করছে। আর এই সব সেলে অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে জনপ্রিয় স্মার্টফোনগুলি। Apple, Samsung, OnePlus,…

ই-কমার্স জায়ান্ট Amazon এবং Flipkart একের পর এক বিভিন্ন সেলের আয়োজন করছে। আর এই সব সেলে অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে জনপ্রিয় স্মার্টফোনগুলি। Apple, Samsung, OnePlus, Mi, Oppo, Realme, Poco, IQOO প্রভৃতি ব্র্যান্ডের স্মার্টফোনগুলির ওপর আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। তবে, উক্ত ব্র্যান্ডগুলির পাশাপাশি Vivo-এর কয়েকটি সেরা বাজেট ও মিড-রেঞ্জ হ্যান্ডসেটকেও সেলে সামিল করা হয়েছে। যার মধ্যে, Vivo V20 2021, Vivo Y72 5G, Vivo Y20G 2021, Vivo Y1s এবং Vivo Y20i অন্তর্ভুক্ত। ১০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে উপলব্ধ এই ৪জি এবং ৫জি কানেক্টিভিটির স্মার্টফোনগুলি সীমিত সময়ের জন্য বাম্পার ডিসকাউন্টের সাথে কেনা যাবে। তাই আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক কোন Vivo ফোন সেলে কত দামে পাওয়া যাচ্ছে।

Vivo-এর সেরা ৫টি বাজেট রেঞ্জ স্মার্টফোনের তালিকা

আপনার বাজেট যদি ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে হয়, তাহলে ভিভো-এর বেশকয়েকটি স্মার্টফোন ফ্লিপকার্ট ও অ্যামাজনে উপলব্ধ। যার মধ্যে, Vivo Y20A ফোনের ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে, অ্যামাজনে ‘লিমিটেড পিরিয়ড’ অফারের অধীনে ১১,৯৯০ টাকার পাওয়া যাচ্ছে। আবার, Vivo Y20G 2021 স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ডিসকাউন্ট সহ ফ্লিপকার্ট থেকে ১৩,৯৯০ টাকায় কিনে নেওয়া যাবে। একই ভাবে, Vivo Y12s-এর ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১০,৪৯০ টাকায়, Vivo Y1s-এর ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৯,৪৯০ টাকায় এবং Vivo Y20i-এর ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১১,৪৯০ টাকায় পকেটস্থ করা যাবে।

Vivo-এর সেরা ৫টি মিড-রেঞ্জ স্মার্টফোনের তালিকা

ভিভো তাদের মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টের অধীনে ফিচারে ঠাসা কয়েকটি দুর্দান্ত হ্যান্ডসেটকে বাজারে নিয়ে এসেছে। সেক্ষেত্রে, আপনারা Vivo V21 5G স্মার্টফোনকে অ্যামাজন থেকে ২৯,৯৯০ টাকায় কিনে নিতে পারেন। এটি ফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। অন্যদিকে, ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত Vivo Y20G হ্যান্ডসেটকে এখন ১৫,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার, চলতি বছরে লঞ্চ হওয়া Vivo V20 2021-এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে অ্যামাজনে ২২,৯৯০ টাকায় এনালিস্ট করা হয়েছে। এছাড়া, ওয়াই সিরিজের অন্তর্গত Vivo Y72 5G (৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ) এবং vivo Y51A (৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ) স্মার্টফোন দুটি যথাক্রমে ২০,৯৯০ টাকায় এবং ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন