ক্লাসিক স্টাইলের Jupiter হোক বা আধুনিক প্রযুক্তির Ntorq, TVS এর স্কুটারের চাহিদা তুঙ্গে

ভারতে উৎসবের পর্ব সদ্য শেষ হয়েছে। সেপ্টেম্বর থেকেই এর রেশ শুরু হয়ে গিয়েছিল। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে দেখা গিয়েছিল...
SUMAN 31 Oct 2022 2:19 PM IST

ভারতে উৎসবের পর্ব সদ্য শেষ হয়েছে। সেপ্টেম্বর থেকেই এর রেশ শুরু হয়ে গিয়েছিল। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে দেখা গিয়েছিল গাড়ি শিল্পে। এক ধাক্কায় অনেকটাই বিক্রি বৃদ্ধির কথা স্বীকার করে নিয়েছেন বিভিন্ন সংস্থার ডিলাররা। এদিকে দীর্ঘদিন ধরে দেশে স্কুটার বিক্রির নিরিখে শীর্ষস্থান দখল করে রেখেছে Honda Activa। এটি মোটরসাইকেলের মত পারফরম্যান্স অফার করে। পাশাপাশি টিভিএস মোটর (TVS)-এর কয়েকটি স্কুটারও বেশ জনপ্রিয়। তাদের সর্বাধিক বিক্রিত তিনটি মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা রইল।

TVS Scooty Pep+

সেপ্টেম্বর ২০২২ এ দেশে টিভিএসের সর্বাধিক বিক্রিত স্কুটারের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে TVS Scooty Pep+। এটি হোসুরের সংস্থার সবচেয়ে বেশি উৎপাদিত মডেলের মধ্যে একটি। স্কুটারটির এত জনপ্রিয়তার কারণ সুন্দর ডিজাইন, হালকা ওজন এবং ১০০ সিসির জ্বালানি সাশ্রয়কারী ইঞ্জিন। গত মাসে মোট ৯,৫১৮ জন গ্রাহক এটি বাড়ি নিয়ে এসেছেন। আগের বছর ওই মাসে Scooty Pep+ এর বেচাকেনা ৭,২৫৯ থাকায় এবারে ৩১% বিক্রি বৃদ্ধি ঘটেছে।

TVS Ntorq

সেপ্টেম্বরে টিভিএসের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত স্কুটার হিসেবে উঠে এসেছে TVS Ntorq-এর নাম। এটি যেমন স্পোর্টি, আবার গিয়ারলেস মডেলটিতে আছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং একাধিক রঙে বেছে নেওয়ার বিকল্প। ১২৫ সিসি স্কুটারটির ইঞ্জিনের আওয়াজ বহু ক্রেতাকেই আকৃষ্ট করেছে। গত মাসে এটি ৩১,৪৯৭ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় যা ২,০৪৫ ইউনিট বেশি।

TVS Jupiter

TVS Jupiter হল দেশীয় সংস্থাটির বেস্ট-সেলিং স্কুটার। এটি ১১০ সিসি ইঞ্জিনের বিকল্পে উপলব্ধ। আবার ১২৫ সিসি ইঞ্জিন সহ কেনা যায় স্কুটারটি। এছাড়াও একাধিক লিমিটেড এডিশনে স্কুটারটি হাজির করেছে টিভিএস। সেপ্টেম্বরে সবমিলিয়ে ৮২,৩৯৪ জন ক্রেতার হাতে Jupiter-এর চাবি তুলে দিয়েছিল সংস্থা। আবখর আগের বছর ওই সময়ে এর বেচাকেনার পরিমাণ ছিল ৫৬,৩৩৯ ইউনিট। ফলে এবারের বিক্রিতে ৪৬% উত্থান প্রত্যক্ষ করা গিয়েছে।

Show Full Article
Next Story