Royal Enfield এর এই মোটরসাইকেলগুলির চাহিদা সবচেয়ে বেশি, রইল তালিকা
এবছর অক্টোবর জুড়ে উৎসব চলায় প্রায় সকল গাড়ি সংস্থার বিক্রিতে উত্থান দেখা গিয়েছিল। গাড়ি হোক বা টু-হুইলার, গত মাসে...এবছর অক্টোবর জুড়ে উৎসব চলায় প্রায় সকল গাড়ি সংস্থার বিক্রিতে উত্থান দেখা গিয়েছিল। গাড়ি হোক বা টু-হুইলার, গত মাসে লক্ষ লক্ষ ভারতীয় বাড়ি নিয়ে এসেছেন পছন্দের বাহন। যে কারণে অন্যান্য সংস্থার মতো আইকনিক রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর বিক্রিতেও জোয়ার দেখা গিয়েছিল। যেক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক বিক্রির অবদান রেখেছে সংস্থার তিনটি মোটরবাইক।
গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম (SIAM)-এর তথ্য অনুযায়ী, গত মাসেে রয়্যাল এনফিল্ড মোট ৮২,২৩৫ ইউনিট মোটরসাইকেল বিক্রি করতে পেরেছে। এরমধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তাদের ৩৫০ সিসির তিনটি মোটরসাইকেল। সেই তালিকায় সবার প্রথমে রয়েছে Classic 350। এরপরের দুই মডেল হল Hunter 350 ও Meteor 350।
গত মাসে মোট ৩১,৭৯১ জন নতুন ক্রেতা Royal Enfield Classic 350 বাড়ি নিয়ে এসেছেন। যেখানে গত বছর ওই মাসে রেট্রো বাইকটির বেচাকেনার অঙ্ক ছিল ১৯,৭২৮। তালিকার দ্বিতীয় সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল হল Hunter 350। এবছর অক্টোবরে এটির মোট ১৫,৪৪৫ ইউনিট বিক্রি হয়েছে।
সংস্থার সর্বাধিক বিক্রিত তৃতীয় মোটরসাইকেলটি হল Meteor 350। গত মাসে যার চাবি ১০,৩৫৩ জন গ্রাহকের হাতে তুলে দিয়েছে রয়্যাল এনফিল্ড। তুলনাস্বরূপ ২০২১-এর অক্টোবরে এটি বিক্রি হয়েছিল ৭,৮৫১টি। এদিকে, ক্রেতাদের ৬৫০ সিসির বাইকের চাহিদা নিবারণ করতে Super Meteor 650 আগামী বছর জানুয়ারিতে লঞ্চ করবে সংস্থা। এটি রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামী মডেল হিসেবে আসবে।