ওয়ালপেপার থেকে ব্রাউজিং, নতুন ফিচার্সের সঙ্গে Android 15 থার্ড বিটা ছাড়ল Google

সমস্ত অ্যান্ড্রয়েড (Android) সফটওয়্যার আপডেট যে বিশাল কিছু পরিবর্তন নিয়ে আসবে, এমনটা ভাবা ভুল। তবে তার মানে এটা নয় যে, সেটা গুরুত্বপূর্ণ নয়। Google তাদের…

সমস্ত অ্যান্ড্রয়েড (Android) সফটওয়্যার আপডেট যে বিশাল কিছু পরিবর্তন নিয়ে আসবে, এমনটা ভাবা ভুল। তবে তার মানে এটা নয় যে, সেটা গুরুত্বপূর্ণ নয়। Google তাদের নতুন Android 15 অপারেটিং সিস্টেমের থার্ড বিটা ভার্সন এই সপ্তাহেই প্রকাশ করেছে। যার মধ্যে বেশ কিছু ব্যবহারকারীদের খুশি করবে। চলুন থার্ড Android 15 বিটার তিনটি নতুন ফিচার্স দেখে নেওয়া যাক।

Android 15 বিটার তিনটি নতুন ফিচার্স

Pixel Fold-এর জন্য ওয়ালপেপার অডিটিং সহজ হল

গুগল গত বছর পিক্সেল ফোল্ডের হাত ধরে ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে প্রবেশ করেছিল। নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনটি আরও পারফেক্ট করার চেষ্টা করেছে সংস্থা। পিক্সেল ফোল্ড ডিভাইসগুলির জন্য ওয়ালপেপার এডিটর নতুন অ্যান্ড্রয়েড 15 বিটাতে পরিবর্তন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা একই সাথে ভিতরের এবং বাইরের স্ক্রিন এডিটের প্রিভিউ দেখতে পারেন। এটি বিশাল কিছু চেঞ্জ না হলেও সাহায্য করবে বলে ধরে নেওয়া যায়।

অ্যাডাপ্টিভ টাইমআউট

এপ্রিলে প্রথম লিক হওয়া অ্যাডাপ্টিভ টাইমআউট ফিচারটি ফিচারটি Android 15 বিটাতে পৌঁছেছে। স্ক্রিন টাইমআউট সেটিংস মেনুতে একটি নতুন টগল এসেছে, যার কাজ হল ডিভাইস ব্যবহার না করলে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন বন্ধ করে দেওয়া। ইউজারের কাছে অপশন থাকবে একটা টাইম সেট করার। তবে ফোন উপুড় করে রাখা আছে এমন অবস্থাতে অটোমেটিক বন্ধ হয়ে গেলে আরও সুবিধা হত।

অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং

সবশেষে অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং নামে একটি ফিচার এসেছে। এই বৈশিষ্ট্যটি ওয়েবসাইট এবং অ্যাপের তথ্য গুগলের কাছে পাঠাবে, যাতে সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনি কোন বিপদে না পড়েন তা নিশ্চিত করবে। তবে এতে আপনার ব্রাউজার অ্যাক্টিভিটি লিক হওয়ার সম্ভাবনা নেই।