Rechargeable Bulb: লোডশেডিংয়েও মিলবে আলো, ৬০০ টাকার কমে কিনুন এই দুর্দান্ত বাল্বগুলি

লোডশেডিংয়ের সমস্যা এখন বহু জায়গায় প্রভাব ফেলছে। ফলে এই গরমে কখনো কখনো ফ্যান বা এসির হাওয়া ছাড়া তো থাকতে হচ্ছেই,...
Anwesha Nandi 19 July 2022 11:51 PM IST

লোডশেডিংয়ের সমস্যা এখন বহু জায়গায় প্রভাব ফেলছে। ফলে এই গরমে কখনো কখনো ফ্যান বা এসির হাওয়া ছাড়া তো থাকতে হচ্ছেই, পাশাপাশি বারবার নিভে যাচ্ছে লাইটও। দিনের বেলা ইলেকট্রিক আলো না থাকলেও অনেকটা কাজ সারা যায়, কিন্তু সূর্য ডোবার পর তো অন্ধকার! সেক্ষেত্রে আপনি যদি লোডশেডিংয়েও আলো জ্বালিয়ে রাখতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে কিছু সেরা বিকল্পের সন্ধান। না আমরা কোনো হ্যাজাক জাতীয় কৃত্রিম আলোর কথা বলছি না; আসলে বাজারে এমন এমার্জেন্সি বাল্ব আছে যেগুলো কারেন্ট যাওয়ার পর আলো নিভে গেলেও আপনার ঘর প্রায় ৪ ঘন্টা আলোকিত রাখতে পারে। এগুলি রিচার্জেবল বাল্ব হিসেবে কাজ করে। তাই আপনিও যদি এই আলো ব্যবহার করতে চান, তাহলে ৬০০ টাকার কম দামে উপলব্ধ এই তিনটি প্রোডাক্টের মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন।

লোডশেডিংয়েও আলো দেবে এই বাল্বগুলি: Rechargeable LED Bulb

১. Philips 12W LED Emergency Bulb: আগ্রহীরা এটি বাড়িতে বা অফিসে ব্যবহার করতে পারেন। এটি ১২ ওয়াট ক্ষমতাসহ আসে এবং এতে ২,২০০ এমএএইচের লি-আয়ন (Li-ion) রিচার্জেবল ব্যাটারি বিদ্যমান। চার্জ হতে এই বাল্বটি ৮ থেকে ১০ ঘন্টা সময় নেয়। আর এতে ৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এটি অ্যামাজন (Amazon) থেকে ৫৭৯ টাকায় কেনা যাবে।

২. wipro 9W B22 LED White Emergency Bulb: অ্যামাজনে উপলব্ধ এই বাল্বটির দাম ৪২৯ টাকা। এতে ২,২০০ এমএএইচের বিল্ট-ইন রিচার্জেবল ব্যাটারি রয়েছে এবং এটি ৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপসহ একটি এমার্জেন্সি মোড অফার করে। এটিও চার্জ হতে ৮ থেকে ১০ ঘন্টা সময় নেয়। ক্রেতারা বাল্বটি কিনলে ৬ মাসের ওয়ারেন্টি পাবেন।

৩. Rechargeable Led Bulb: এটি কিনতে ২৬৮ টাকা খরচ করতে হবে। সুবিধা বলতে এতে ১২ ওয়াট ক্ষমতা, ২,৬০০ এমএএইচের বিল্ট-ইন রিচার্জেবল ব্যাটারি এবং ৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপসহ একটি এমার্জেন্সি মোড রয়েছে। এই বাল্বটির চার্জিং টাইমও একই।

Show Full Article
Next Story