টিভির থেকেও বড় পর্দায় উপভোগ করতে চান IPL ম্যাচ? এই মরসুমে বাড়ি আনুন সেরা প্রোজেক্টর
ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চরমে পৌঁছাতে গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছে বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট টুর্নামেন্ট...ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চরমে পৌঁছাতে গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছে বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL) ২০২২। সেক্ষেত্রে প্রতি বছরের মতোই এবারেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ইভেন্টটিকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। যদিও বেশিরভাগ মানুষ স্মার্টফোন কিংবা টেলিভিশনেই এই ম্যাচগুলি দেখে থাকেন তবে সকল নিকট আত্মীয়পরিজন, বন্ধুবান্ধবকে একজোট করে সবাই মিলে টিভির চাইতেও বড়ো স্ক্রিনে এই ধরনের জমাটি খেলার মজা উপভোগ করার আনন্দই আলাদা।
তবে আপনি যদি টিভির থেকেও বড় পর্দায় খেলা দেখে অনাবিল আনন্দ পেতে চান, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। কারণ আজ আমরা ভারতীয় মার্কেটে উপলব্ধ সেরা চারটি প্রোজেক্টরের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলির সাহায্যে আপনি বড় স্ক্রিনে অত্যন্ত দুর্দান্তভাবে আইপিএল ম্যাচ দেখার মজা উপভোগ করতে পারবেন। তাহলে চলুন, প্রোজেক্টরগুলির খুঁটিনাটি একটু বিশদে জেনে নেওয়া যাক।
ViewSonic X100-4K+ UHD Home Theatre LED Projector
চলতি আইপিএল মরসুমে বড়ো পর্দায় ম্যাচ দেখার জন্য ViewSonic X100-4K প্রোজেক্টর একটি ভালো বিকল্প হতে পারে। গ্যাজেটটি ক্রিকেট ভক্তদের একটি সিনেম্যাটিক অভিজ্ঞতা প্রদান করে। এটি একাধিক কানেক্টিভিটি অপশন সহ আসে এবং ব্যবহারকারীদের একটি সুপারসাইজড 4K কনটেন্ট ভিউয়িং এক্সপেরিয়েন্স অফার করে। এই প্রোজেক্টর দ্বিতীয় প্রজন্মের LED টেকনোলজি সহ ২,৯০০ LED lumen ব্রাইটনেস এবং HDR ইমেজিং ইমার্সিভ সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স প্রদানে সক্ষম। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে এই প্রোজেক্টরটির দাম ২,৪৯,৯৯৯ টাকা।
Aura: 4K Laser TV Ultra Short Throw Projector
এই 4K আল্ট্রা শর্ট থ্রো লেজার প্রোজেক্টরটি একাধিক দুর্দান্ত ফিচার এবং স্পেসিফিকেশন সহ আসে। এটিতে আল্ট্রা ব্রাইটনেসের জন্য 4K/UHD/HDR 10 সাপোর্ট এবং প্রিমিয়াম সাউন্ডের জন্য ইনবিল্ট হারমান কার্ডন স্পিকার রয়েছে। ১৫০ ইঞ্চি পর্যন্ত বড়ো ডায়াগোনাল ইমেজ পাওয়ার জন্য এই প্রোজেক্টরটি ব্যবহার করা যেতে পারে। এর অ্যাম্বিয়েন্ট লাইট রিজেকশন স্ক্রিন সেরা পিকচার কোয়ালিটি প্রদানে সক্ষম। এই প্রোজেক্টরটির দাম ৪,০০,০০০ টাকা।
Horizon PRO Projector
এই প্রোজেক্টরটির সাহায্যে ৩০০ ইঞ্চির বড়ো স্ক্রিনে আইপিএল ম্যাচ দেখার এক অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইউজাররা। ৩৮৪০×২১৬০ পিক্সেল রেজোলিউশন সহ এই হরাইজন প্রো প্রোজেক্টরটি সেরা 4K ইমেজ কোয়ালিটি এবং আল্ট্রা এইচডি পিকচার কোয়ালিটি অফার করে। এই প্রোজেক্টরটির দাম রাখা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা।
ViewSonic M2 Projector
এটি একটি আল্ট্রা-স্লিম LED-ভিত্তিক পোর্টেবল প্রোজেক্টর। এতে হারমান কার্ডন স্পিকার রয়েছে। বড়ো পর্দায় আইপিএল দেখার ক্ষেত্রে অন্যতম সেরা গ্যাজেট হল এই প্রোজেক্টর। ১০৮০ পিক্সেল ফুল এইচডি রেজোলিউশনের এই ডিভাইসটিতে ওয়্যারলেস স্ক্রিন মিররিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। প্রোজেক্টরটি অ্যামাজনে ৭৯,৯৯৯ টাকায় উপলব্ধ।