২০,০০০ টাকার কমে বড় স্মার্টটিভি কিনতে চান? Amazon-এ উপলব্ধ এই মডেলগুলি দেবে সেরা বিনোদন

হালফিল প্রযুক্তি নির্ভর সময়ে প্রায় সকলেই বিনোদনের জন্য পছন্দ করছেন স্মার্টটিভি (Smart TV); ফলে বাজারে প্রায়শ নানাবিধ...
Anwesha Nandi 11 Aug 2022 4:42 PM IST

হালফিল প্রযুক্তি নির্ভর সময়ে প্রায় সকলেই বিনোদনের জন্য পছন্দ করছেন স্মার্টটিভি (Smart TV); ফলে বাজারে প্রায়শ নানাবিধ আধুনিক ফিচারে ঠাসা টিভি লঞ্চ হতে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনিও যদি বাড়ির পুরনো টিভি বদলে সেটিকে 'স্মার্ট' করে তোলার পরিকল্পনা করেন, কিন্তু আপনার সাধ পূরণে বাধা হয়ে দাঁড়ায় দামের চিন্তা – তাহলে আপনার মুশকিল আসান করবে আমাদের আজকের এই প্রতিবেদন। আসলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-য় উপলব্ধ সাশ্রয়ী মূল্যের (পড়ুন বাজেট ফ্রেন্ডলি) স্মার্ট এলইডি টিভির কিছু সেরা বিকল্পের সন্ধান। আর যে সে টিভি নয়, বরঞ্চ আমাদের এই তালিকায় আপনি পাবেন ৪০ ইঞ্চি স্ক্রিনের অর্থাৎ বড় পর্দার কিছু টিভির হদিশ যাতে উন্নত কোয়ালিটির ভিউ এবং অডিও আউটপুট পাওয়া যাবে। এছাড়া এগুলিতে মিলবে OTT (ওটিটি) প্ল্যাটফর্ম এবং অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধাও।

২০,০০০ টাকার কমে মিলবে ৪০ ইঞ্চি সাইজের এই পাঁচটি সেরা স্মার্টটিভি

১. VW 100 cm (40 inches) HD Ready Smart LED TV: অ্যামাজনে মাত্র ১৩,৯৯৯ টাকায় উপলব্ধ এই স্মার্টটিভিতে আপনি ৪০ ইঞ্চি আকারের স্ক্রিন পাবেন; এতে ভালো বিনোদনের জন্য হাই ডেফিনিশন (HD) ভিডিও কোয়ালিটি এবং ২০ ওয়াটের শক্তিশালী সাউন্ড আউটপুটের বিকল্পও থাকবে। এছাড়া এই টিভিটি আপনাকে ওয়াই-ফাই (Wi-Fi) কানেক্ট করে অনলাইন ভিডিও স্ট্রিমিং করতে দেবে। সাথে থাকবে মিরাকাস্ট এবং স্ক্রিন মিররিংয়ের সাপোর্ট।

২. Foxsky 101.6 cm (40 inches) Full HD Smart LED TV: এই টিভিটির দাম ১৪,৯৯৯ টাকা। ৪০ ইঞ্চি স্ক্রিন সাইজের এই স্মার্টটিভিতে স্লিম ফুল এইচডি ডিসপ্লে এবং এ+ (A+) গ্রেডের প্যানেল দেখা যাবে। সাথে থাকবে মাইক্রো ডিমিং এবং ট্রু কালার সাপোর্ট। এছাড়া এটি ৩০ ওয়াট অডিও আউটপুট এবং ডলবি অডিও সিস্টেম অফার করবে। মিলবে বিল্ট-ইন ওয়াই-ফাই এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সমর্থনও।

৩. Arika 100 cms (40 inches) HD Ready Smart LED TV: এই টিভিতেও এইচডি গুণমান সম্পন্ন ৪০ ইঞ্চি স্ক্রিন রয়েছে। অন্যদিকে বাজেট রেঞ্জের সেরা প্রোডাক্ট হিসেবে পরিচিত এই স্মার্ট এলইডি টিভিতে আপনারা সেট টপ বক্স, ব্লু রে এবং গেমিং কনসোলের মত ডিভাইস কানেক্ট করতে পারবেন। এর দাম ১৫,৯৯৯ টাকা।

৪. Kodak 102 cm (40 inches) Full HD Certified Android LED TV: ৪ স্টার রেটিং প্রাপ্ত অন্যতম সেরা এই অ্যান্ড্রয়েড এলইডি টিভিটিতে ফুল এইচডি (১৯২০×১০৮০ রেজোলিউশন) স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ।এটি মসৃণ এবং ভাল ভিডিও এক্সপিরিয়েন্স তো দেয়ই, তাছাড়াও এতে ২৪ ওয়াটের সাউন্ড আউটপুট পাওয়া যাবে। এটি কিনতে ১৬,৭৯০ টাকা খরচ পড়বে।

৫. Croma 102 cm (40 Inches) Full HD Certified Android Smart LED TV: এটি বাজারের লেটেস্ট এবং সেরা স্মার্টটিভিগুলির মধ্যে একটি। ফিচার বলতে, এই টিভিতে ফুল এইচডি ভিডিও রেজোলিউশনযুক্ত ৪০ ইঞ্চি স্ক্রিন এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া এতে ২০ ওয়াটের শক্তিশালী স্পিকার বিদ্যমান। ফলে ক্রেতারা এতে সেরা ছবি এবং শব্দ উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে এটির দাম পড়বে ১৭,৯৯০ টাকা।

Show Full Article
Next Story