নিজের কল্পনায় বানানো যাবে যেকোনো ছবি, শুধু কাজে লাগান এই 5টি অনলাইন AI টুল
Top AI Tools: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এখন আমাদের রোজকার জীবনের সাথে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে; বলতে গেলে...Top AI Tools: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এখন আমাদের রোজকার জীবনের সাথে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে; বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েই তোলপাড় গোটা দুনিয়া। এক্ষেত্রে AI দিয়ে নানা অসাধ্য সাধনের চেষ্টা চলছে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন এমন চমক সৃষ্টি করা হচ্ছে যার কথা হয়তো সহজে মাথাতেই আসেনা! যেমন বর্তমানে AI-কে কাজে লাগিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা, চরিত্র থেকে শুরু করে কিংবদন্তি, পুরনো যুগের মনীষীর মতো নানা বিষয় কৃত্রিম ছবি প্রস্তুত করা হচ্ছে। এই ধরনের ছবিগুলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হচ্ছে। তাছাড়া ছবি এডিট, প্রসেস ইত্যাদির জন্যও ব্যবহৃত হচ্ছে AI টুল। এমতাবস্থায় আপনি যদি এইরকম প্রযুক্তিগত হাতিয়ার সম্পর্কে বা সোজা কথায় বললে কীভাবে AI-কে কাজে লাগিয়ে এরকম ছবি তৈরি করা যায় তা জানতে আগ্রহী হন, তাহলে এই প্রতিবেদনে আপনি পেয়ে যাবেন সমস্ত উত্তর। কারণ এখানে আমরা পাঁচটি AI টুলের কথা বলব, যা ইমেজ ক্রিয়েশন (Image Creation) বা কৃত্রিম ছবি বানানোর জন্য সেরা বিকল্প।
এই পাঁচটি AI টুল দিয়ে বানাতে পারবেন ইচ্ছেমতো ছবি
১. Dall-E: ডাল-ই, জনপ্রিয় চ্যাটজিপিটি (ChatGPT) এআই টুল নির্মাতা ওপেনএআই (OpenAI) কোম্পানিরই একটি শক্তিশালী ইমেজ টুল। এটি মাত্র কয়েকটি কমান্ডের সাহায্যে যেকোনো কিছুর ছবি তৈরি করতে দেয়।
২. Stable Diffusion XL: স্টেবল ডিফিউশন এক্সএল টুলটি এআই ব্যবহার করে অ্যানিম, কমিক, ফ্যান্টাসি আর্ট, ফটোগ্রাফি এবং আরও অনেক ক্যাটেগরির ছবি তৈরি করতে দেয়।
৩. Photoshop Generative Fill: জনপ্রিয় অ্যাডোব (Adobe) ফটোশপ অ্যাপও এখন এআইয়ের মাধ্যমে ছবি তৈরি করতে দেয়। এক্ষেত্রে এর ইউজাররা কোনো ছবির অবশিষ্ট অংশ ইচ্ছেমতো পূরণ করতে পারবেন। মানে যদি আপনার কাছে একটি ক্রপ করা ছবি থাকে, তাহলে আপনি নিজের কল্পনায় বাকি ছবিটিতে সম্পূর্ণ রূপ দিতে পারবেন, তাও আবার কিছু কমান্ডের সাহায্যে।
৪. Jasper Art AI: এটি হাই অ্যাকুরেসি (accuracy)-তে কল্পনা বা চাহিদামতো ছবি তৈরি করতে দেয়। তবে এই টুল ব্যবহার করতে চার্জ দিতে হবে।
৫. Pixelcut's Product Photo generator: এই টুলটি রেগুলার ছবির উপর ভিত্তি করে কার্যত প্রকৃত ছবি বা প্রতিকৃতি তৈরি করতে পারে। যেমন আপনি যদি একটি জুতোর ছবি এতে আপলোড করেন, তাহলে এটি বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য জুতোর ছবি প্রস্তুত করে দেবে।