হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা যাচাই করতে ব্যবহার করুন এই ৫টি অ্যাপ
হোটেল, হস্টেল, চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা লাগিয়ে রেখে সাধারণ মানুষকে অবাঞ্ছিত পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার ঘটনা যেন ক্রমশ...হোটেল, হস্টেল, চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা লাগিয়ে রেখে সাধারণ মানুষকে অবাঞ্ছিত পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার ঘটনা যেন ক্রমশ বেড়েই চলেছে। কিছু মাস আগে চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের 'MMS' কান্ড নিয়ে সারাদেশে হইচই পড়ে গিয়েছিল। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি নয়ডার হোটেল রুমে এক দম্পতির ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে যে, অভিযুক্তদের উদ্দেশ্য ছিল হোটেলের ঘরে ক্যামেরা লাগানো এবং পরে সেই ঘর ভাড়া নেওয়া ব্যক্তিদের গোপন ফুটেজ প্রকাশের হুমকি দিয়ে টাকা আদায় করা। আর এই গোপন ক্যামেরাগুলি এমনভাবে সেট করা থাকত যাতে সেগুলি কারো নজরে না পড়ে। নিঃসন্দেহে এই ঘটনা বেশ ভয়াবহ, কিন্তু চিন্তার বিষয় এটাই যে যেকোনো সময় এইরকম পরিস্থিতির শিকার হতে পারেন আপনারাও। হ্যাঁ ঠিকই বলছি!
বর্তমানে আমরা কাজের জন্য বা ছুটি-সময় কাটানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকি। তাছাড়া শপিং মলে গিয়ে তার ট্রায়াল রুমও ব্যবহার করেন অধিকাংশই। তাই এই সমস্ত জায়গা থেকে আমার আপনার ব্যক্তিগত ভিডিও বা ছবি ক্যাপচার হওয়া অস্বাভাবিক নয়। তবে আপনি যদি হোটেলের ঘরে থাকবেন বলে ভাবেন, তবে সেখানের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করুন। আর এই কাজের জন্য মানে হোটেল রুমে কোনো ক্যামেরা লুকানো আছে কিনা তা জানার জন্য আপনি কাজে লাগাতে পারেন আপনার স্মার্টফোনটিকেই। কারণ এখন এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যা আপনাকে কোনো জায়গায় লুকানো ক্যামেরা খুঁজে পেতে সাহায্য করবে৷
লুকানো ক্যামেরা খুঁজে পেতে ব্যবহার করুন এই অ্যাপগুলি
১. Hidden device detector camera: এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের কাজে আসবে। এটি চৌম্বকীয় সেন্সর ব্যবহার করে স্পাই ডিটেক্টর ইলেকট্রনিক ডিভাইস দ্বারা নির্গত বিকিরণের তীব্রতা খুঁজে বের করে। ফলে ইউজাররা অ্যাপটির সাহায্যে যেকোনো জায়গায় কোনো স্পাই ক্যাম বা মাইক খুঁজে বের করতে পারবেন।
২. Hidden camera detector: এই অ্যাপ্লিকেশনটিও শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য উপলব্ধ। অ্যাপটি একটি ম্যাগনেটোমিটারের সাথে আসে যা আপনার স্মার্টফোনে উপলব্ধ চৌম্বকীয় সেন্সর ব্যবহার করে কোনো ক্যামেরার গতিবিধি খুঁজতে পারে। তাছাড়া অ্যাপটিতে একটি ইনফ্রারেড ক্যামেরা ডিটেক্টর রয়েছে যা ব্যবহারকারীদের ইনফ্রারেড ক্যামেরা খুঁজতেও সাহায্য করে। এটি ব্যবহার করাও বেশ সহজ।
৩. Camera Detector: Find Spy Cam: এই অ্যাপটি আইওএস (iOS) বা আইফোন ইউজারদের জন্য। এটি
অ্যাপটি নেটওয়ার্কে উপলব্ধ সন্দেহজনক ডিভাইস, যেকোনো ব্লুটুথ ডিভাইস স্ক্যান এবং শনাক্ত করতে সক্ষম৷
৪. Hidden Pinhole Camera Detector: আইওএস ইউজাররা এই অ্যাপটিও ব্যবহার করতে পারেন। এটি শুধুমাত্র একটি ক্লিকেই যেকোনো গোপন ক্যামেরা শনাক্ত করতে পারে। তাছাড়া এটি অ্যান্টি-নিক শ্যুটিং টেকনিক সম্পর্কেও ধারণা দেয়, যাতে ইউজাররা সন্দেহজনক স্থান নিজেই আন্দাজ করতে পারেন।
৫. Hidden spy camera detector: এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই ব্যবহার করা যায়। এতে একটি অল-ইন-ওয়ান নেটওয়ার্ক স্ক্যানার রয়েছে যা সহজেই লুকানো ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকারগুলি শনাক্ত করতে পারে। অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যায়, তবে এর প্রিমিয়াম ভার্সন ব্যবহারের জন্য নির্দিষ্ট চার্জ দিতে হবে।