এই দুর্মূল্যের বাজারে সকল মধ্যবিত্তের প্রায় একই উদ্দেশ্য, তা হল যেনতেন প্রকারে খরচ কিছুটা কমিয়ে আনা। তা সে যেই খাত থেকেই হোক। যদি টু-হুইলারের প্রসঙ্গ আসে, তবে প্রত্যেকের নজর থাকে – মাইলেজ কতটা পাওয়া যাচ্ছে, সেদিকে। যত বেশি মাইলেজ, সেই মডেলের কদর তত বেশি। এর পাশাপাশি আরেকটা বিষয়েও গুরুত্ব দেওয়া হয়, তা হল বাইকটির দাম। কম দামে বেশি পথ চলার খুশি উপভোগ করার বাসনা নেই, এমন কমিউটার মডেলপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। তাই আজকের এই প্রতিবেদনে ৭০,০০০ টাকার কম দামের পাঁচটি সেরা মাইলেজ যুক্ত বাইকের খোঁজ রইল।
Hero HF Deluxe
কমিউটার মোটরসাইকেলের বাজারে অন্যতম সস্তার মডেল হিসেবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে Hero HF Deluxe। এতে রয়েছে একটি ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৭.৯১ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। ইঞ্জিনটি এক লিটারে পেট্রোলে ৬৫ কিলোমিটার পথ চলতে সক্ষম। এর দাম ৫৫,০২১ টাকা (এক্স-শোরুম)।
Bajaj CT 110
Bajaj CT 100-এর বড় ভাই CT 110-এ উপস্থিত একটি ১১৫.৪৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮.৪৮ বিএইচপি শক্তি পাওয়া যায়। মোটরের সাথে সংযুক্ত একটি ৪-স্পিড গিয়ার বক্স। এক লিটার জ্বালানিতে বাইকটি ৭০ কিলোমিটার পথ দৌড়তে পারে। বাজাজের CT ব্র্যান্ডটি বহু বছরের পুরনো। যা সম্প্রতি নতুন ভার্সনে হাজির হয়েছে। এর দর ৫৯,০৪১ টাকা (এক্স-শোরুম)।
Bajaj Platina 110
বাজাজের বেশি মাইলেজ প্রদানকারী অন্যতম মোটরসাইকেলটি হল Platina 110। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি, ডেলিভারি এবং ফ্লিট অপারেটরদের কাছেও এটির জনপ্রিয়তা রয়েছে। CT 110-এর মতো এতেও দেওয়া হয়েছে একটি ১১৫.৪৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৭০ কিলোমিটার/লিটার মাইলেজ মেলে। এর মূল্য ৬৭,৬৭৩ টাকা (এক্স-শোরুম)।
TVS Sport
টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)-র সবথেকে বেশি মাইলেজ প্রদানকারী মোটরসাইকেলটি হল Sport। এতে উপস্থিত একটি ১০৯.৭ সিসি সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮.১৮ বিএইচপি শক্তি পাওয়া যায়। এতে দেওয়া হয়েছে ৪-স্পিড ট্রান্সমিশন। এক লিটার পেট্রোলে বাইকটির মাইলেজ ৭০ কিলোমিটার। TVS Sport-এর বর্তমান বাজার মূল্য ৬১,৬০১ টাকা (এক্স-শোরুম)।
Bajaj Platina 100
সস্তার এবং বেশি মাইলেজের মোটরসাইকেলের দুনিয়ায় একটি উজ্জ্বল নক্ষত্র হল Bajaj Platina 100। ১০২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ও ৪-গিয়ার বক্স যুক্ত ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ৭.৯ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। এক লিটার জ্বালানিতে বাইকটি ৭২ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। বাজারে এর মূল্য ৫২,৭৩৪ (এক্স-শোরুম)। যে কারণে এটি দেশের সবচেয়ে সস্তার কমিউটার মোটরসাইকেল।