Tata Motors হেরে গেল Maruti Suzuki-র কাছে, SUV গাড়ির জগত বড় অঘটনের সাক্ষী
প্রতি মাসের শুরুতে ভারতের যাত্রীবাহী গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশিত হয়। যেখান থেকে আমরা জানতে পারি আগের মাসে কোন...প্রতি মাসের শুরুতে ভারতের যাত্রীবাহী গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশিত হয়। যেখান থেকে আমরা জানতে পারি আগের মাসে কোন সংস্থার কোন মডেলের বিক্রি কেমন ছিল, শীর্ষস্থানটিই বা কে দখল করল। তবে এক্ষেত্রে মডেলগুলির দখলীকৃত স্থানে তেমন একটা পরিবর্তন দেখা যায় না। বলতে গেলে ছবিটি সকলের চেনাই থাকে। যেমন প্রতি মাসে সর্বাধিক ভারতীয় Maruti Suzuki WagonR-কে বেছে নেন। Tata Nexon দেশের সর্বাধিক বিক্রিত সাব কম্প্যাক্ট এসইউভি (SUV)-র তকমা ধরে রাখে। তবে আগস্টে এদেশে যাত্রী গাড়ি বিক্রির চিত্রটা সম্পূর্ণ আলাদা। বেশ কয়েকটি গাড়ির বিক্রিতে ছন্দপতন ঘটতে দেখা গেছে। বলতে গেলে অন্যান্য মাসের চেনা চিত্রটি, একেবারে ওলটপালট হয়ে গেছে। নীচে পরিসংখ্যানটি বিস্তারিত আলোচনা করা হল।
Maruti Baleno
অন্যান্য মাসে তালিকার দ্বিতীয় বা তৃতীয় স্থানে জায়গা পেতে দেখা গেলেও, গত মাসে দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা আদায় করেছে Maruti Baleno। নেক্সা ডিলারশিপ চ্যানেলের মাধ্যমে বিক্রি হওয়া গাড়িটি আগস্টে ১৮,৪১৮ নতুন ক্রেতার মুখ দেখেছে। জুলাইয়ে গাড়িটির বেচাকেনার হয়েছিল ১৭,৯০টি। সেই তুলনায় গত মাসে বিক্রি অনেকটাই বাড়তে দেখা গিয়েছে। আবার ২০২১-এর আগস্টে ১৫,৬৪৬ ইউনিট ব্যালেনো ডেলিভারি দিয়েছে মারুতি সুজুকি।
Maruti WagonR
দীর্ঘদিন ধরে জনপ্রিয়তম হ্যাচব্যাক Maruti WagonR নিজের স্থান খুইয়ে তালিকার দুই নম্বরে নেমে এলো। গত মাসে গাড়িটির মোট ১৮,৩৯৮ ইউনিট বিক্রি করতে পেরেছে সংস্থা। যদিও Baleno-র চাইতে বিক্রির ব্যবধান নগণ্য। এদিকে জুলাইয়ে WagonR-এর বেচাকেনার পরিমাণ ছিল ২২,৫৮৮। সেই তুলনায় আগস্টে বিক্রি অনেকটাই কমেছে। এদিকে ২০২১-এর আগস্টে মাত্র ৯,৬২৮টি WagonR বেচতে পেরেছিল মারুতি সুজুকি।
Maruti Suzuki Brezza
এই প্রথম মারুতি সুজুকি কোন সাব কম্প্যাক্ট এসইউভি মডেল সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ির তালিকায় স্থান পেল। আগস্টে ১৫,১৯৩টি Brezza-র চাবি নতুন গ্রাহকের হাতে তুলে দিয়েছে মারুতি সুজুকি। এর ফলে টাটা নেক্সনকে হারিয়ে সর্বাধিক বিক্রিত এসইউভির তকমা জিতে নিয়েছে এটি। যদিও নয়া অবতারে লঞ্চের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে ক্রেতা মহলে ততটা সাড়া জাগাতে পারেনি গাড়িটি। এদিকে গত বছর ওই সময়ে এর পুরনো মডেলটির ১২,৯০৬ ইউনিট বিক্রি হয়েছিল।
Tata Nexon
অন্যান্য বারের মতন আগস্টে Tata Nexon তালিকার প্রথম পাঁচে জায়গা পেলেও দেশের জনপ্রিয়তম সাব-কম্প্যাক্ট এসইউভি মডেলের তকমা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। সে জায়গা দখল করেছে Maruti Suzuki Brezza। গত মাসে মোট ১৫,০৮৫টি নেক্সন বিক্রি করতে পেরেছে টাটা। জুলাইয়ে এর বেচাকেনার পরিমাণ ছিল ১৪,২১৪। আবার গত বছর আগস্টে মোট ১০,০০৬ গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছিল গাড়িটি। ফলে বোঝাই যাচ্ছে গত মাসে নেক্সনের বেচাকেনা বাড়লেও প্রতিযোগিতা কঠিন হওয়ায় সামান্য পিছিয়ে পড়েছে গাড়িটি।
Maruti Alto
এন্ট্রি লেভেল গাড়ির মধ্যে অন্যতম জনপ্রিয় Maruti Alto। সম্প্রতি এর ১.০ লিটার সিসির Alto K10 লঞ্চ করেছে সংস্থা। দীর্ঘদিন বাদে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ি তালিকার প্রথম পাঁচে স্থান পেতে দেখা গেল গাড়িটিকে। গত মাসে এর বেচাকেনার সংখ্যা ছিল ১৪,৩৮৮। জুলাইয়ে যা ছিল ৯,০৬৫ ইউনিট। অর্থাৎ বিক্রি দ্বিগুণের বেশি।