চিরপ্রতিদ্বন্দ্বী Honda-কে পরাজিত করে Hero-র সিংহাসন অটুট, দেদার বিকোল এই 5 বাইক
গত বছরের অন্তিম মাস অর্থাৎ ডিসেম্বরে শীর্ষে থেকেই ইনিংস শেষ করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। চিরপ্রতিদ্বন্দ্বী...গত বছরের অন্তিম মাস অর্থাৎ ডিসেম্বরে শীর্ষে থেকেই ইনিংস শেষ করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। চিরপ্রতিদ্বন্দ্বী Honda-কে বড় ব্যবধানে হারিয়ে ফের টু-হুইলার বিক্রিতে প্রথম স্থান অধিকার করেছে তারা। গত মাসে হিরো ৩,৮১,৩৬৫ ইউনিট বাইক-স্কুটার বিক্রি করেছে। ২০২১-এর ডিসেম্বরের তুলনায় ৬,৯০৭ ইউনিট বেশি। আসুন ২০২২-এর শেষ মাসে হিরোর সর্বাধিক বিক্রিত পাঁচটি মডেল সম্পর্কে জেনে নিই।
Hero Splendor
দীর্ঘসময় ধরেই হিরোর বেস্ট-সেলিং মোটরসাইকেলের জায়গা ধরে রেখেছে Splendor। আগের মাসে এটি মোট ২,১২,৩৪১ ইউনিট বিক্রিবাট্টা হয়েছে। ২০২১-এর ওইসময়ে বিক্রির পরিমাণ ২,১০,১২২ ইউনিট থাকায় গত মাসে বিক্রিতে ৩% উত্থান ঘটতে দেখা গেছে।
Hero HF Deluxe
হিরোর দ্বিতীয় সর্বাধিক বিক্রিত কমিউটার মোটরবাইকটি হল HF Deluxe। গত বছরের শেষ মাসে এটির ১,০৭,৭৫৫ ইউনিট বিক্রি হয়েছে। ২০২১-এর ডিসেম্বরে বিক্রির পরিমাণ ৮৩,০৮০ ইউনিট থাকায় গত মাসের বিক্রিতে ৩০% জোয়ার ছিল।
Hero Pleasure
তালিকার তৃতীয় সর্বাধিক বিক্রিত মডেল হিসেবে জায়গা দখল করেছে Hero Pleasure। এটি একটি ১১০ সিসির মডেল। গত মাসে এর ২৩,৮১৪টি চাবি নতুন গ্রাহকের হাতে তুলে দিয়েছে হিরো। এক বছর আগে ওই সময়ে এদের বিক্রির পরিমাণ ৯,২০৫ ইউনিট থাকায় ২০২২-এর ডিসেম্বরের বিক্রিতে ১৫৯ শতাংশ বৃদ্ধি ঘটেছে।
Super Splendor
১২৫ সিসির মোটরবাইকের মধ্যে হিরোর বেস্ট-সেলিং মডেলটি হল Super Splendor। । আগের মাসে এটি ১৩,১০২ জন নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। যদিও ২০২১-এর ওই সময়ে এদের বিক্রির সংখ্যা ছিল ২০,৬৩৭ ইউনিট।
Hero Destiny
তালিকার পঞ্চম স্থানে জায়গা দখল করেছে Hero Destiny। আগের মাসে স্কুটারটির ৯,১২৩ ইউনিট বিক্রি হয়েছে। আবার ২০২১-এর ডিসেম্বরে বেচাকেনার সংখ্যা ২,৮০৮ ইউনিট থাকায় আগের মাসের বিক্রিতে ২২৫% উত্থানের সাক্ষী থেকেছে হিরো।